শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার: পরিচালক

ঢাকা মেডিকেল

শাহীন খন্দকার: জাতীয় শোক দিবস ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা রোববার (১৪ আগষ্ট) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নিজ অফিস কক্ষে ইন্টার্নিং চিকিৎসকদের নেতা, পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ, ঢাবির প্রতিনিধি ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানে আসেন। এই আলোচনায় প্রধান ভূমিকা পালন করেন স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল। 

এ সময় হাসপাতাল পরিচালক বলেন, মারধরে জড়িতদের খুঁজে বের করার নিশ্চয়তার প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগ দিয়েছেন। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, শহীদ মিনার এলাকায় এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১১ আগস্ট দুপুর থেকে তারা কর্মবিরতি শুর করেছিলেন।

ডা. মহিউদ্দিন জিলানী আরো জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। রোববার  সন্ধ্যায় এবং আমরা কাজে যোগ দিয়েছি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়