শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার: পরিচালক

ঢাকা মেডিকেল

শাহীন খন্দকার: জাতীয় শোক দিবস ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা রোববার (১৪ আগষ্ট) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নিজ অফিস কক্ষে ইন্টার্নিং চিকিৎসকদের নেতা, পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ, ঢাবির প্রতিনিধি ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানে আসেন। এই আলোচনায় প্রধান ভূমিকা পালন করেন স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল। 

এ সময় হাসপাতাল পরিচালক বলেন, মারধরে জড়িতদের খুঁজে বের করার নিশ্চয়তার প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগ দিয়েছেন। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, শহীদ মিনার এলাকায় এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১১ আগস্ট দুপুর থেকে তারা কর্মবিরতি শুর করেছিলেন।

ডা. মহিউদ্দিন জিলানী আরো জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। রোববার  সন্ধ্যায় এবং আমরা কাজে যোগ দিয়েছি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়