শিরোনাম
◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ ৪ ভুলেই বাড়ছে আপনার ভুঁড়ি

বাঙালিদের একটু ভুঁড়ি প্রেমী বললেও অত্যুক্তি হবে না। আমরা সাধারণত পেটের মেদ পছন্দ করি। এটা আমাদের কাছে স্বচ্ছলতার প্রতীক। যদিও মাথায় রাখতে হবে, ভুঁড়ি কিন্তু খুবই ক্ষতিকর। এটি নানা বিপদ ডেকে আনতে পারে। আর সেই তালিকায় ডায়াবিটিস, হাই প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে।

তবে মুশকিল হল, এখনও বহু মানুষ এটা জানেন না যে ভুঁড়ি কেন হয়! আর এই তথ্য থাকে না বলেই তারা ভুড়ি কমানোর চেষ্টাটাই করতে পারেন না। সুতরাং সাবধান হন। জেনে নিন সাধারণ ভুলেই বাড়ছে আপনার ভুঁড়ি ।

কার্ব খেলেই বাড়বে সমস্যা

বাঙালির ভাতের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। আর দুর্ভাগ্যক্রমে ভাত হল কার্বের ভাণ্ডার। যেটা কিন্তু ভুঁড়ি বাড়াতে পারে।

তবে শুধু ভাতকে দোষ দিয়ে লাভ নেই, একই সঙ্গে আলুকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটিও শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। তাই ভুঁড়ি এড়াতে চাইলে এই সব সিম্পেল কার্ব খাওয়া ছেড়ে দিন।

অপর্যাপ্ত ঘুমও সমস্যা তৈরি করে

আপনি কি দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান না? উত্তর হ্যাঁ হলে যে নিজের ভুল শুধরে নিতে হবে। কারণ, প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলেও বিপাকের হার কমে যেতে পারে। সেই কারণে বাড়তে পারে ভুঁড়ি।

ফাস্ট ফুডই সমস্যার কারণ

অনেকেই নিয়মিত ফাস্ট ফুড খান। আর এই ভুলটা করেন বলেই তাদের বিপদ বাড়ে। একাধিক জটিল সমস্যা নিতে পারে তাদের পিছু। তাই চেষ্টা করুন ফাস্ট ফুড না খাওয়ার। এমনকী আলট্রা প্রসেসড ফুডও খাওয়া চলবে না। ব্যাস, তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

মিষ্টিও বিপদের কারণ

আপনি কি মিষ্টি খেতে ভালোবাসেন? তাহলেও যে বিপদের রয়েছে আশঙ্কা। আসলে মিষ্টি হল এমন একটি খাবার যাতে শুধু ক্যালোরি রয়েছে। কোনও পুষ্টি উপাদান নেই।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়