শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় বোরো ধানের বাম্পার ফল

বোরো ধান

 

রায়হান চৌধরী, চকরিয়া: [২] কক্সবাজার জেলার চকরিয়ায় এবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে। পর্যটন নগরী চকরিয়ায় মূলত লবন ও মৎস চাষের উপযোগী হলেও এবার বোরো ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। 

[৩] জানা গেছে, চকরিয়া উপজেলার ৫০৩.৭৮ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে দুই ফসলি জমির পরিমাণ ২২২২০ হাজার হেক্টর। মোট আয়তনের কৃষিজ ফলন হয় ২২ হাজার হেক্টর জমিতে। আবাহাওয়া অনুকূলে থাকার ফলে তুলনামূলক এবার বোরো ধানের চাষও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

[৪] স্থানীয় কৃষকরা জানান, কালবৈশাখী ঘুর্ণিঝড় "অশনী"কে ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল, এবার বুঝি সোনালী ফসল ঘরে তুলতে পারব না। বিধাতা হয়তো আমাদের আর্জি শুনেছে। যার ফলে কালবৈশাখী হোক বা না হোক এর আগেই আমরা স্বপ্নের ফসল ঘরে তুলতে পারব। 

[৫] চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস.এম.নাসিম হোসেন জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিজ ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করার ফলে চকরিয়া উপজেলায় এবার বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। 
 
[৬] উপসহকারী কৃষি অফিসার রাজীব দে জানান, চকরিয়ায় এবারের লক্ষ্যমাত্রার  ১৭২১৫ হেক্টরের মধ্যে ৫০০০ হেঃ হাইব্রিড ও ১২২১৫ হেঃ উফশী ধানের ফলন হয়েছে। তবে এবার গতবারের চেয়ে ভাল ফলন হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও মাঠে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।

[৭] চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকরা খাদ্য শস্যের ব্যাপক চাষ করেন। যার ফলে উপজেলায় খাদ্যশস্যের চাহিদা মেটানোর পরও কৃষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য শস্যের যোগান দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়