শিরোনাম
◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে?

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ১০:৫১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বাগানে থোকায় থোকায় ঝুলছে লিচু

লিচু

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে লিচুর আশানুরুপ ফলন আশা করছে চাষীরা। পাটনাই, বোম্বে, চায়না থ্রি এবং দেশীয় জাতের লিচুর আবাদ করা হয়েছে এখানকার বাগানগুলোতে। প্রতিটি বাগানে থোকায় থোকায় রসালো ও সুমিষ্ট লিচু নজড় কাড়ছে সবার। জেলার সীমান্তবর্তী বিজয়নগর সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে। এছাড়া আখাউড়া ও কসবাসহ এই ৩ উপজেলায় এবছর ৪৫৫ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। ফলন ভাল হওয়ায় চাষীরা লাভবান হবে বলে আশাবাদী।

[৩] জেলা কৃষিবিভাগ জানিয়েছে, জেলায় ২০০১ সাল থেকে বাণিজ্যভাবে লিচুর আবাদ শুরু হলেও প্রতিবছরই বাড়ছে আবাদের পরিমাণ। গত কয়েক বছরের তুলনায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। ছোট বড় মিলিয়ে জেলায় ৪২০টির মত বাগান রয়েছে। 

[৪] সরেজমিনে ঘুরে জানা যায়, সপ্তাহ দুয়েক মর্ধ্যে লিচু গাছে পরিপূর্ণ হবে। এরই মধ্যে কিছু বাগানে লিচু আংশিক বেচাঁকেনা শুরু হয়েছে। জেলাসহ বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানকার লিচু কিনতে বাগানগুলোতে ভিড় করছে। প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে বিভিন্ন জাতের রসালো লিচু। ফলন বুঝে গাছের প্রতিটি থোকায় ১২/১৫টি করে লিচু এসেছে। মধুমাস জ্যৈষ্ঠের আগমনে লিচুগুলো রসালো তো বটেই সুমিষ্ট ও মাংসাল হয়েছে।

[৫] বাগান মালিক আলী হোসেন জানান, ফলন ভালো হওয়ায় কিছু বাগানে আগাম লিচু পাড়ছেন বাগান মালিকরা। আমাদের আরো ১২/১৫ দিন সময় লাগবে। আমার বাগানে প্রায় ১২০টি উপরে লিচুগাছ রয়েছে। এ বছর লিচু উৎপাদনে আমার ১ লাখ টাকা খরচ হয়েছে। তবে ফলন মোটামুটি ভালো হয়েছে। বাজার দর হিসেবে এবার বাগানের লিচু আড়াই থেকে ৩লাখ টাকার মতো বিক্রি হবে। এতে আমি লাভবান হব বলে আশাবাদী।

[৬] আরেক বাগানে মালিক ইদ্রিস মিয়া বলেন, আমরা এবছর লিচুর ভাল ফলন নিয়ে আশাবাদী। আমাদের বাগানের রসালো এই লিচু কিনতে ক্রেতাদের ভিড় জমছে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আগাম এই লিচু ক্রয় করতে আসছেন। ফলন আসার আগ থেকে এখন পর্যন্ত প্রতিটি গাছে নিয়মিত পরিচর্যা করতে হয়েছে। লোকবল দিয়ে নিয়মিত দেখভাল করে আসছি। তবে এবছর শ্রমিকের বেতন অনেক বেড়ে যাওয়ায় বাগানের পরিচর্যার খরচ অনেক বেড়ে যাচ্ছে। তবে ফলন ভাল হওয়ায় যদি কোনো ধরনের দূর্যোগে না পড়ি তাহলে লাভ খারাপ হবে না। 

[৭] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়েছি। ফল ধরার সময় গাছে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে সময়ে সময়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বাগানগুলো পরিদর্শন করেছে এবং চাষীদের পরামর্শ দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়