শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২২, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ কল করে খাবার পেলো অভুক্ত ৩২ বানভাসি পরিবার

বানভাসি মানুষ

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে খাবার সহায়তা পেলেন সিলেট এলাকার বানভাসি ৩২ পরিবার। 

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চাটিবহর কোনাগাঁও গ্রামের বাসিন্দা হনুফা বেগম (৪৫) ফোন করেন ৯৯৯ এ। তার কলটি সংযুক্ত করে দেওয়া হয় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমানকে। কলার নারী পুলিশ কর্মকর্তাকে পরিচয় ও ঠিকানা দিয়ে বলেন, গত বুধবার থেকে বন্যা শুরু হলে পানি ক্রমাগত বাড়তে থাকে।

এ অবস্থায় গত শুক্রবার থেকে তাদের গ্রামের ৩২টি পরিবার বন্যার পানিতে আটকে পড়েন। বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। কূলকিনারা না পেয়ে গ্রামের পাশে থাকা বড় বড় কয়েকটি বালুবাহী স্টিলের নৌকায় আশ্রয় নেন। মোবাইল নেটওয়ার্কও অকার্যকর হয়ে পড়ে। এক সময় খাবারের মজুতও শেষ হয়ে যায়। এ অবস্থায় তাঁরা টানা তিন দিন ধরে অভুক্ত আছেন। তাদের জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান কোম্পানীগঞ্জ থানা পুলিশকে ওই নারী ও গ্রামটির ৩২ পরিবারের জন্য দ্রুত খাবার পাঠানোর নির্দেশনা দেন। এরপর থানার এসআই মো. আজিজুর রহমান, গোপেশ দাশ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন খাবার নিয়ে গ্রামটির উদ্দেশে নৌকায় করে রওনা দেন। রাত ৮টার দিকে পুলিশের সদস্যরা গ্রামটিতে পৌঁছে অভুক্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়