জেরিন আহমেদ: কিছুদিন ধরেই রাজধানীসহ প্রায় সারাদেশে বইছে তাপপ্রবাহ। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই রাজধানীতে হালকা বৃষ্টি হয়েছে। এতে অবশ্য খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।
কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
জেএ/এসবি/এসবি২