জেরিন আহমেদ: ভিয়েতনামে উত্তরাঞ্চলীয় প্রদেশ থান হোয়াতে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। ৪ বছর আগেও এই রেকর্ড ছিল ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রয়টার্সে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা যায়।
জানা যায়, উত্তরাঞ্চলীয় প্রদেশ থান হোয়ায় রেকর্ড করা হয়েছে এ তাপমাত্রা। দিনের উষ্ণতম সময়ে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন গবেষকরা। গরমের কারণে ভোরের আলো ফোটার আগেই কাজ শুরু করে শ্রমিকরা। ফিরে যায় সকাল ১০টার মধ্যেই। তাপমাত্রা আরও বাড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তীব্র গরমে ভুগছে প্রতিবেশী দেশগুলোও। রোববার থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ম্যাক প্রদেশে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের জেরে বৈশ্বিক উষ্ণতা বেড়ে আবহাওয়ার এমন চরমভাবাপন্ন অবস্থা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ নগুয়েন হুই বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব ঊষ্ণায়নের আবহে ভিয়েতনামে তাপমাত্রার নতুন রেকর্ড উদ্বেগজনক। এই রেকর্ডের পুনরাবৃত্তি অনেকবারই হতে পারে। বিবিসি
শিল্পযুগের শুরু থেকে বিশ্ব এরই মধ্যে প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়ে গেছে। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অনেকখানি কমিয়ে আনতে বিভিন্ন দেশের সরকার উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শিগগিরই এ তাপমাত্রা আরও বেড়ে যাবে। সম্পাদনা: জাফর খান
জেকে/এএ