শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৯:৫৭ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ুর অভিঘাতের ঝুঁকিতে চরাঞ্চলের দেড় কোটি মানুষ

পানি বিজ্ঞানী ড. আইনুন নিশাত

সাজিয়া আক্তার: জলবায়ু অভিঘাত বা ক্ষয়ক্ষতিতে দেশের চরাঞ্চলের দেড় কোটিরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জলবায়ু, পরিবেশ ও পানি বিজ্ঞানী ড. আইনুন নিশাত। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের সুরক্ষা নীতি বা মহাপরিকল্পনা এখনই চূড়ান্ত করা জরুরি। না হলে এর দায় উন্নত বিশ্বের দেশগুলোকেও নিতে হবে।

চরাণচলের জলবায়ু ক্ষতিগ্রস্তদের নিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্চ জার্নালিস্ট ফোরাম আয়েজিত এক গণশুনানি শেষে গতকাল বুধবার গাইবান্ধায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই শুনানির যৌথ আয়োজক গাইবান্ধার এনজিও গণ উন্নয়ন কেন্দ্র।

গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, সাউথ এশীয়ান ক্লাইমেট চেঞ্চ জার্নালিস্ট ফোরামের সভাপতি আশীষ গুপ্ত ও মহাসচিব আসাদুজ্জামান সম্রাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব।

সংবাদ সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিভিন্ন উদ্যোগে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়ে পরিবেশবিদরা দেশের বিভিন্ন অঞ্চলে নদীভাঙনসহ চলমান বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেন। পরিবেশবিদরা বলছেন, শিল্পায়নের নামে উন্নত দেশগুলো যেহারে কার্বন নিঃসরণ করছে তার বিরূপ প্রভাব পরিবেশের ওপর পড়ছে এবং ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশসহ অন্য উন্নয়নশীল দেশগুলো। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি উন্নত দেশগুলো দিয়েছে তা পূরণে তারা কার্যকরী ভূমিকা রাখছে না। দায়ী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান তারা।

পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিভিন্ন উদ্যোগে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়নের জন্য সকল দেশের প্রতি আহবান জানিয়ে বলেন, 'আমরা আমাদের সময়ের সবথেকে গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমাবর্ধমানভাবে আমাদের সভ্যতার ক্ষতিসাধন করছে। এটি বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অস্তিত্বের হুমকি।

এরআগে গত মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্রের চরগ্রাম কুন্দেরপাড়ায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে 'জলবায়ু গণশুনানি' অনুষ্ঠিত হয়। এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এ গণশুনানিতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলাসহ গাইবান্ধার ১৬৫ চর-দ্বীপচরে সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিভিন্ন বিষয় তুলে ধরেন জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়