শিরোনাম
◈ কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল খুলনা, প্রেস সচিবকে ঘিরে আন্দোলনকারীদের অবস্থান ◈ বিষাক্ত কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামবো: উপদেষ্টা ফরিদা আখতার ◈ টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, ১২টি ঘর পুড়ে ছাই ◈ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাস গ্রেপ্তার ◈ শিগগিরই হতে পারে রোডম্যাপ ঘোষণা, প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ চট্টগ্রামে সরবরাহ বাড়লেও স্বস্তি মেলেনি সবজির বাজারে, বেড়েছে ব্রয়লার মুরগির দাম ◈ মধুপুরের জঙ্গলে গভীর রাতে ঘোড়ার মাংস প্রক্রিয়াকরণ, একজন আটক ◈ শিক্ষা কর্মকর্তার অবহেলায় সুবর্ণচরে ৫৪টি বিদ্যালয়ের বরাদ্দ ফেরত ◈  শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরির ঘটনায় তোলপাড়  ◈ আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে ঝিনাইদহের আলম বিশ্বাস

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন দক্ষিণ এশিয়ার ফুসফুস, সুন্দরবন এদেশের রক্ষা কবজ 

মানববন্ধন ও সমাবেশ

মনিরুল ইসলাম: বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় মানুষের মুনাফালোভী বনবিনাশী সকল কর্মকান্ড রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশবাদি সংগঠনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার সুন্দরবন দিবস-২০২৩ পালন উপলক্ষে জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা ১৪ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় ভাবে সুন্দরবন দিবস পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নাগরিক উদ্যোগ, উন্নয়ন ধারা ট্রাষ্ট, উবিনীগ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিডাস, ক্যাপস, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, বাউল ও লোকশিল্পী সংস্থা, নগরবাসী পরিবেশ আন্দোলন, হকার্স ইউনিয়ন এবং গ্রীন ভয়েসসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠনের যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।

 বাপা’র সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে ও বাপা’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বক্তৃতা করেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাপা যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্থপতি ইকবাল হাবিব ও আলমগীর কবির, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইবনুল সাঈদ রানা, সুন্দবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি নাজিম উদ্দীন, নগরবাসী পরিবেশ আন্দোলনের সভাপতি হাজী শেখ আনছার আলী, গ্রীন ভয়েস ঢাকা বিভাগের সভাপতি আব্দুস সামাদ প্রধান, গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল কাদের জিলানী প্রমূখ।

সভাপতির বক্ত্যবে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, সুন্দরবন দক্ষিণ এশিয়ার ফুসফুস। সুন্দরবন এদেশের রক্ষা কবজ। যতবার প্রাকৃতিক দুর্যোগ এসেছে, ততবারই দক্ষিণ অঞ্চলকে সুন্দরবন মায়ের মতো আগলিয়ে রেখেছে। তথাকথিত উন্নয়নের ফলে শুধু সুন্দরবনই নয় বরং দেশ থেকে সব ধরনের বন আজ ধংসের দারপ্রান্তে। 

তিনি বলেন, আমরা কিন্তু উন্নয়ন বিমূখ না। তবে যে সকল উন্নয়ন দেশের পরিবেশ বন ও প্রকৃতি উজাড় করে করা হয়, সেই উন্নয়ন আমরা চাই না। সুন্দরবন রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। অসংখ্য জীববৈচিত্র্যের আঁধার খ্যাত এই সুন্দরবনের উপর উন্নয়নের নামে নানা ধরনের বন বিনাসী কর্মকান্ড চলছে। সুন্দরবন ধংস হলে দেশের মানুষের অপূরণীয় ক্ষতি হবে। তাই নতুন প্রজম্মের মধ্যে এ বনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের মধ্যে সুন্দরবন বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দখল এবং দূষণের ভারে আক্রান্ত সুন্দরবন। গত একশো বছরে সুন্দরবনের আয়তন কমেছে ৪৫১ বর্গ কিলোমিটার। সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষের লিভার ক্ষতিগ্রস্থ হয় এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। 

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়