শিরোনাম
◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাড়কাঁপানো শীতের মধ্যেই ‘অকাল বৃষ্টি’র দুঃসংবাদ

প্রকৃতির রুদ্রমূর্তিতে চারদিক যেন সাদা চাদরে ঢাকা। বেলা গড়ালেও সূর্যের দেখা মিলছে না অনেক জায়গায়। হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ‘অকাল বৃষ্টি’ হতে পারে, আর এর প্রভাবেই বাড়বে শীতের তীব্র অনুভূতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে শুরু হয়ে ঘন কুয়াশার দাপট চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হতে পারে যে, বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হেডলাইট জ্বালিয়েও কয়েক হাত দূরের পথ দেখা দুষ্কর হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে।

তাপমাত্রার পারদ ওঠানামার এই খেলায় দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই হালকা বৃষ্টি শীতের কামড়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনভর সূর্যের আলো না পৌঁছানোয় হাড়কাঁপানো শীত অনুভূত হবে দেশের অধিকাংশ এলাকায়।

প্রচণ্ড শীতের অনুভূতি: যদিও আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু ঘন কুয়াশার কারণে দিনের বেলা রোদের দেখা না মেলায় শীতের দাপট কমবে না।

ঢাকায় বাতাসের দাপট: রাজধানীতে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস বয়ে আনছে হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকে বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশে পৌঁছানোয় কামড় দিয়ে ধরছে শীত।

ভবিষ্যৎ আভাস: পাঁচ দিনের এই মেয়াদের শেষের দিকে তাপমাত্রা আবার হু হু করে কমতে শুরু করবে, যা শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। কুয়াশা আর শীতের এই সাঁড়াশি অভিযানে সবচেয়ে কষ্টে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়