দেশের ওপর আসছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ মৌসুমে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়া দফতরের তথ্যমতে, এবার দেশে ৩–৮টি মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪–৬°সে) আঘাত হানার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায়—বিশেষ করে নদী–নদীর অববাহিকায়—মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
দপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, এতে শীতের অনুভূতি আরও বাড়বে।
তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।