শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে ‘ধারা’।
সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, এই বৃষ্টি বলয়টি ২৪ জুলাই থেকে শুরু হয়ে ১ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া বিশ্লেষকদের মতে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় এবং এর ব্যাপকতা ও দীর্ঘস্থায়ীত্বকে বিবেচনায় রেখে উপকূলীয় ও নিম্নাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।
আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রা: সর্বোচ্চ আক্রান্ত এলাকা: চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ।
মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা: ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগ।
প্রায় মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা (২৮ জুলাইয়ের পর): রংপুর ও ময়মনসিংহ বিভাগ।
এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।