শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর, নদী থেকে পরিচালকের মরদেহ উদ্ধার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পরপর দুই দিনে ভারতের বিনোদন অঙ্গনে দুটি মৃত্যু সংবাদ। মঙ্গলবার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বলিউড সংগীতশিল্পী ও অভিনেত্রী মল্লিকা রাজপুতের ঝুলন্ত মরদেহ। তার আগেরদিন সোমবার নদী থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণি নির্মাতা ভেত্রি দুরাইসামির মরদেহ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] একাধারে গায়িকা ও ইউটিউবার ছিলেন মল্লিকা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীর ফোনে পুলিশ আসেন অভিনেত্রীর ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় মল্লিকার ঝুলন্ত লাশ। পাঁচ বছর আগে তিনি প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে এবং সংসার শুরু করেছিলেন। প্রাথমিকভাবে পুলিশের আন্দাজ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি। সূত্র: টিভি নাইন

[৪] মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মল্লিকার মা সুমিত্রা সিং। তার কথায়, ‘ঘরের দরজা বন্ধ ছিল। ঘরের ভেতর লাইট জ্বলেছিল। তারপর জানালা দিয়ে উঁকি মারতেই দেখি মেয়ের ঝুলন্ত দেহ। হতবাক হয়েছিলাম। ওদের সংসারে যে অশান্তি রয়েছে, তা নিয়ে কোনও তথ্য নেই আমার কাছে।’

[৫] অন্যদিকে গত ৪ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার শিকার হন পরিচালক ভেত্রি দুরাইসামি। ২০০ মিটার নিচে খাদে পড়ে তার গাড়ি। পরে ভেত্রীর সহযাত্রী এবং গাড়ি চালকের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের। অবশেষে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শতদ্রু নদী থেকে উদ্ধার হয়েছে ভেত্রি দুরাইসামির মরদেহ। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৬]  কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা জানিয়েছেন, সোমবার দুপুর ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

[৭] এদিকে ছেলে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পরেছিলেন ভেত্রির বাবা সাইদাই দুরাইসামি। তিনি সন্তানের খোঁজ এনে দিলে পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। সেইসঙ্গে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্য কামনাও করেছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়