শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ২৯ টাকায় চার সিনেমা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন নতুন কনটেন্ট। যেগুলোর গল্প মূলত ভালোবাসা কেন্দ্রিক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার দিনে তেমনই চারটি সিনেমা মুক্তি পাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। তবে এগুলো পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা।

[৩] ‘লাভ স্টোরিজ-ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ স্লোগানে এই বিশেষ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। চারটি সিনেমার গল্পই বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে নেয়া হয়েছে। যেগুলো বানিয়েছেন দেশের আলোচিত চার নির্মাতা।

[৪] মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ‘বুকিং’ নামের শর্টফিল্ম। যেখানে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমণি ও এবিএম সুমন। ‘দুঃখিত’ নামের ছবিটি বানিয়েছেন কাজল আরেফিন অমি।এতে জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। ‘গাঁইয়া’ নামে ছবিটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। আর ‘এক্সট্রা’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সাবিলা নূর।

[৫] ওটিটি প্লাটফর্মটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে দেখা যাবে মাত্র ২৯ টাকায়। তবে আলাদা দেখতে হলে প্রত্যেকটির জন্য লাগবে ১৪ টাকা করে। শুধু তাই নয়, এই শর্টফিল্মগুলো দর্শক নিজে কেনার পাশাপাশি গিফট করতে পারবেন নিজের প্রিয়জনকেও। যারা গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০ বিজয়ী জুটি পাবে ‘লাভ স্টোরিজ’ গালা নাইটে অংশগ্রহণের সুযোগ। সেখানে তারকাদের সঙ্গে ডিনারও করতে পারবেন তারা।

[৬] আয়োজনটি নিয়ে বঙ্গ’র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘বছরজুড়ে নানা উৎসবে দর্শকের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন লাভ স্টোরিজ। এর নির্মাতা, কুশলী, গল্প নির্বাচন, সব ক্ষেত্রেই দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করি তাদের ভালো লাগবে।’ সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়