শিরোনাম
◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ হত্যা চেষ্টার স্থলে ফিরে যাওয়ার সংকল্প ট্রাম্পের  ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ বাংলাদেশ নিয়ে আমার বক্তব্য বিকৃত করেছে বিজেপি: মমতা ব্যানার্জি ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঙ্গনা ছবির মহরতের পরদিন অস্ট্রেলিয়া গেছেন শাবনূর 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দীর্ঘবিরতির পর সিনেমায় ফেরার ঘোষণা দেন একসময়ের দাপুটে অভিনেত্রী শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসার কথা রয়েছে তার। শনিবার এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে। এদিন শিগগিরই শুটিংয়ে নামার কথাও জানিয়েছেন নায়িকা। 

[৩] মহরতের দিন শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে ‘এখনও ভালোবাসি’ নামে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়। এর আগে চয়নিকা চৌধুরীর একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিলো তার। কিন্তু সে বিষয়ে আর কিছু শোনা যায়নি। মূলত রঙ্গনা সিনেমার একটি ফার্স্টলুক পোস্টার প্রকাশ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন শাবনূর। হয়েছেন ট্রলের শিকারও।

[৪] ভক্ত-শুভাকাক্সিক্ষ ও সহকর্মীরাই তার ফিটনেস ও সিনেমা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। শাবনূরের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেওয়া সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও পোস্টারটি নিয়ে কথা বলেছেন, দিয়েছেন পরামর্শ।

[৫] ‘দুই নয়নের আলো’খ্যাত এই নির্মাতা বলেছিলেন, ‘একটি পোস্টারকে কেন্দ্র করে শাবনূরকে যেভাবে ট্রল করা হয়েছে, তা মনে হয় তার এত বছরের অভিনয় জীবনে কোনোদিন করা হয়নি। একজন শাবনুরভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। এই ট্রলের যুগে, শাবনূরের যদি আবার মুভি করতেই হয়, অত্যন্ত বুঝে শুনে করা উচিত। নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে রাজকীয়ভাবে তার ফেরা উচিত।’

[৬] এসব সমালোচনার জবাবও দিয়েছেন শাবনূর। তিনি বলেছেন, ‘যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে। আমি আবারও বলছি, যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।’

[৭] শোনা গেছে অনেকদিন ধরেই মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না শাবনূরের। এমনকি ৭ ফেব্রুয়ারি পরিচালক সমিতির একটি পারিবারিক আয়োজনে দু’জন সামনা সামনি হলেও কেউ কারো সঙ্গে কথা বলেননি।

[৮] এদিকে হঠাৎ শাবনূরের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া নিয়েও উঠেছে নানান প্রশ্ন। অনেকে বলছেন, শারীরিকভাবে ফিট হতেই হয়তো কিছুদিন সময় নিচ্ছেন তিনি। আর একারণেই ঢাকা ছেড়েছেন নায়িকা। তবে ‘রঙ্গনা’র নির্মাতা আরাফাত হোসাইন বললেন ভিন্ন কথা। আমাদের সময় ডট কমকে তিনি বলেন, সিনেমার জন্য শপিং করতেই অস্ট্রেলিয়ায় গেছেন শাবনূর। কেনা কাটা শেষে শিগগিরই দেশে ফিরবেন তিনি। চলতি মাসের শেষ দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। শাবনূর দেশে ফিরেই রঙ্গনার শুটিংয়ে যুক্ত হবেন। সম্পাদনা: ইমরুল শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়