শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রথমবার বলিউড সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘করক সিং’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে মুক্তি পেয়েছে শুক্রবার (৮ ডিসেম্বর)।
[৩] এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে জয়া আহসানের। সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি। তারকাবহুল সিনেমাটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। সূত্র: হিন্দুস্থান টাইমস
[৪] ‘করক সিং’ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা, তা-ও প্রথম হিন্দি সিনেমায়, এতে আনন্দ দ্বিগুণ। আমি উচ্ছসিত।’
[৫] নভেম্বর মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি এই অভিনেত্রী। সূত্র: টিভি নাইন
[৬] জানা গেছে, অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘করক সিং’ সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য। সূত্র: আইএমডিবি
[৭] ‘করক সিং’ সিনেমার এমন গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/এনএইচ
আপনার মতামত লিখুন :