শিমুল চৌধুরী ধ্রুব: [২] সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি। তার মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি।
[৩] তিনি বলেন, ‘সকাল থেকে পরিচালক নূর মোহাম্মদ মনির বুকে ব্যথা ছিল। তারপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৪] নূর মোহাম্মদ মনি কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ তিনি পরিচালক সমিতির তথ্যপ্রযুক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
[৫] ১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নূর মোহাম্মদ মনি। এরপর তিনি নির্মাণ করেছেন প্রতিশ্রুতি, রাজা কেন সন্ত্রাসী, রসিয়া সুন্দরী, মালেকা সুন্দরী, পদ্মা আমার জীবন। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসসিডি/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :