শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা চলচ্চিত্র উৎসবের সঞ্চালনার এবার চূর্ণী গাঙ্গুলি!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবারের আয়োজনে পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়ার সঞ্চালনা জুটি দেখা যাবে না। কারন এবছর পরমব্রতর বদলে সঞ্চালনা করবেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে শোনা যাচ্ছে, সমাপনি দিনের অনুষ্ঠানে সঞ্চালনায় থাকতে পারেন পরমব্রত। সূত্র: কলকাতা টিভি

[৩] এ উৎসবের সঞ্চালনায় এর আগে দেখা গেছে যিশু সেনগুপ্তকে। এরপর গত দুবছর ধরে সেই দায়িত্ব পালন করছেন পরমব্রত। তবে এবার শুরুর দিন শহরের বাইরে থাকার কথা রয়েছে তার। তাই এই অভিনেতার বদলে সঞ্চালনায় এসেছেন চূর্ণী। অবশ্য এর আগেও দু’বার এই চলচ্চিত্র উৎসবের সঞ্চালনা করেছেন তিনি। সূত্র: এই সময়

[৪] এ প্রসঙ্গে চূর্ণী বলেন, ‘এর আগেও আমি দুবছর এই উৎসবের সঞ্চালনা করেছি। একবার আমার সঙ্গে ছিলো যিশু, অন্যবার জুন। দুজনই ভীষন ভালো সঞ্চালক। তবে জুনের সঙ্গে সঞ্চালনা করতে আমার বেশি ভালো লাগে। আমি সাধারণত সঞ্চালনা করিনা। যেহেতু ফিল্ম ফ্যাস্টিভ্যালের অনুষ্ঠান তাই রাজি হয়েছি। এখনো জানিনা আমার সঙ্গে জুন নাকি অন্য কেউ সঞ্চালনা করবে।’ সূত্র: ইটিভি ভারত

[৫] ফিল্ম ফ্যাস্টিভ্যালটি শুরু হবে মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্র প্রদর্শণের মাধ্যমে। এতে দেশ-বিদেশের তারকারা উপস্থিত থাকবেন। এমনকি বলিউড সুপারস্টার সালমান খানেরও থাকার কথা রয়েছে। এবারের উৎসবের থিম সং লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। সূত্র: এই মূহুর্তে, সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়