শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:৪৯ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭ বছর বয়সী রণদীপ হুদা বিয়ে করলেন ব্যতিক্রমী আয়োজনে

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বুধবার (২৯ নভেম্বর) মণিপুরের ঐতিহ্যবাহী মণিপুরী রীতিতে দশ বছরের ছোট বলিউড অভিনেত্রী লিন লাইশরামকে বিয়ে করেন তিনি। বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনেই পরেছিলেন মণিপুরী পোশাক। পাত্রী মণিপুরের বাসিন্দা হলেও অভিনেতার জন্মগ্রহণ করেন হরিয়ানায়। তিনি বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] বিয়ের আনুষ্ঠানিকতার আগে রণদীপ এবং লিন মণিপুরী মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। মন্দির থেকে বেরিয়ে অভিনেতা জানান, তিনি মণিপুরের জন্য শান্তি প্রার্থনা করেছেন। তিনি চান বিশ্বের সর্বত্র যেন শান্তি বজায় থাকে আর তারা যেন সুখে শান্তিতে বিবাহিত জীবন কাটাতে পারেন।

[৪] বিয়ের এই আয়োজনকে স্থানীয় ভাষায় ‘মেইতি’ বলা হয়। মণিপুরের রাজধানী ইম্ফালের চুমতাং শানাপুং রিসোর্টে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই তারকা জুটির বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অভিনেতা আগেই জানিয়েছেন, বিয়ের পর মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সকলের জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন। সূত্র: আনন্দবাজার

[৫] বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন রণদীপ। তবে গত বছর দীপাবলির সময় প্রথমবার লিনের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন তাদের প্রেমের সম্পর্কের কথা। এর আগে অভিনেত্রী নীতু চন্দ্রা ও সুস্মিতা সেনের সঙ্গে তার প্রেমের খবর খবর প্রকাশ্যে এলেও কখনো কোনো বিয়ের খবর শোনা যায়নি। সে হিসেবে এটি তার প্রথম বিয়ে বলেই ধরা যায়। সূত্র: নিউজ ১৮

[৬] উল্লেখ্য, ২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি। অন্যদিকে লিন লাইশরাম বলিউডের একজন তারকা মডেল ও অভিনেত্রী। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়