শিরোনাম
◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস ◈ আ‌মিরা‌তের বিরু‌দ্ধে প্রথম ম্যাচ আজ, সি‌রিজ জ‌য়ে আশাবাদী লিটন দাস ◈ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প‌রিচালনা পর্ষদ‌কে অপসারণের নির্দেশ আদালতের ◈ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক ◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করলেন শ্রাবন্তী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী টালিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ ছবিটির জন্য বেশ খাটা-খাটনি করতে হচ্ছে অভিনেত্রীকে। ঘোড়সওয়ার থেকে মার্শাল আর্ট, তরবারি চালানো, অভিনয় প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কোনোটাই বাদ রাখছেন না তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] বর্তমানে পুরোদমে চলছে সিনেমাটির প্রি-প্রোডকশনের কাজ। শ্রাবন্তীর ক্যারিয়ারের সবথেকে বড় এই সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর থেকে। তাই প্রস্তুতিতে কোনো ফাঁকফোঁকর রাখতে চাইছেন না অভিনেত্রী। ছবির ‘দেবী চৌধুরানী’ হয়ে উঠতে তাকে ঘোড়া চালানোও জানতে হবে। তাই বুধবার (৩০ আগস্ট) থেকে এক প্রশিক্ষকের কাছে ঘোড়া চালানোর শিক্ষা নেয়া শুরু করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার

[৪] এক সাক্ষাৎকারে ঘোড়া চালানোর প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথম প্রথম একটু ভয় লাগছিল। কিন্তু পরে সেটা একদমই কেটে গিয়েছে। ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আসলে এ তো আর বেড়াতে গিয়ে ঘোড়ায় চড়া নয়, নিজে চালানো। তবে আমায় যিনি ঘোড়া চালানো শেখাচ্ছেন তিনি বলেছেন প্রথম দিন অনুযায়ী নাকি আমি ভালো পারফর্ম করেছি।’ সূত্র: জি নিউজ

[৫] সিনেমার প্রস্তুতি প্রসঙ্গে শ্রাবন্তী আরো নবলেন, ‘ইতোমধ্যে ১০ কেজি ওজন কমিয়েছি। সামনে সোহাগ সেনের কাছ থেকে অভিনয়ের উপর একটা কোর্স করবো। আমি ভালো করে তৈরি হয়ে সেটে যেতে চাই। সেই সময়ের কথা বলার ধরন, ভাষা সবটাই রপ্ত করতে হবে।’

[৬] ‘দেবী চৌধুরানী’ ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ। জানা গেছে, আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে এই ছবির শুটিং। বাংলা ছাড়া আরও ছয় ভাষায় মুক্তি দেওয়া হবে ছবিটি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়