শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে নিয়ে যে পরামর্শ দিলেন মিয়া খলিফা (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] একসময় নিষিদ্ধ নীল ছবির জগতের রানি ছিলেন মিয়া খলিফা। তিনি এই জগতে ছিলেন মাত্র তিন মাস, আর এই স্বল্প সময়েই পৌঁছে যান চাহিদার শীর্ষে। এরপর নীল দুনিয়া ছেড়ে বেরিয়ে আসলেও সমালোচনা পিছু ছাড়েনি তার। বর্তমানে বিভিন্ন খেলার কমেন্ট্রি করেন তিনি, কিন্তু এখনো তার নামের পাশের পর্নতারকা শব্দটি মুছতে পারেননি। সূত্র: মার্কা ডট কম

[৩] ব্যক্তিগত জীবনে মিয়া দুইবার বিয়ে করেছেন, তিনবার সেরেছেন বাগদান। কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। সেই তিনিই এবার নারী ভক্তদের বিয়ের বিষয়ে পরামর্শ দিলেন। আর তাতেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন সাবেক এই পর্নতারকা। সম্প্রতি নিজের টিকটক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিওতে বিয়ে নিয়ে নারীদের কিছু পরামর্শ দিয়েছেন।

[৪] ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মেয়েরা তোমরা জানো না, এই খেলায় আমি টম ব্র্যাডি (সাবেক আমেরিকান ফুটবলার)। প্রথম বিয়ে ১৮ বছর বয়সে করেছি ২১-এ ছেড়েছি, দ্বিতীয় বিয়ে ২৫-এ করেছি ২৮-এ ছেড়েছি। তৃতীয়বার বাগদান সেরেছি ২৯ বছর বয়সে এরপর ত্রিশেই সেটা ভেঙে দিয়েছি। কিন্তু আমি আংটিটি নিজের কাছে রেখে দিয়েছি এবং টম ব্র্যাডিকে আমার পায়ের আঙুলে রাখি। আমাদের এইসব পুরুষদের ছেড়ে যেতে ভয় পাওয়া উচিত নয়। আমরা এই লোকদের সঙ্গে আটকে নেই।’

[৫] মিয়া খলিফা আরো বলেন, ‘বিয়ে কোনো পবিত্র বিষয় নয়, বরং এটি একটি কাগজের কাজ। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আপনি কাউকে দেন। কিন্তু যদি মনে করেন সেই প্রতিশ্রুতি থেকে আপনি কিছু পাচ্ছেন না এবং বেরিয়ে আসতে চাচ্ছেন- তাহলে আপনার বেরিয়ে আসা উচিত। কাগজের এইসব কাজ সারতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তারপরও বিয়ে ভেঙে বেরিয়ে আসা উচিত। এবার ভাবুন আপনি কি কারো সঙ্গে দীর্ঘকাল আটকে থাকতে চান কিনা?’

[৬] বিয়ে নিয়ে তার এমন মন্তব্যে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে সতর্কবাণী দিয়ে একজন লেখেন, ‘কোনো পর্নতারকার কাছ থেকে বিয়ের পরামর্শ নিয়ো না।’ আরেকজন তিরস্কারের সুরে লেখেন, ‘বিয়ে নিয়ে তার ভাবনা শুনতে আমরা অধীর অপেক্ষায় আছি।’ আবার কেউ লিখেছেন, ‘মিয়া খলিফার মুখে বিয়ের কথা অনেকটা কসাই কর্তৃক নিরামিষভোজীকে পরামর্শ দেওয়ার মতো।’

ভিডিও

সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়