শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্দিককে ‘খালি কলসি’ বলে কটাক্ষ সাবেক স্ত্রী মারিয়া মিমের

শিমুল চৌধুরী ধ্রুব: চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। কিন্তু ৯জুন (শুক্রবার) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে আসনটিতে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। সূত্র: ইত্তেফাক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মন খারাপ হয়েছে অভিনেতা সিদ্দিকের। তাই মন ভালে করতে তিনি ছুটে গেছেন সুদূর দুবাইতে। সেখান থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই অভিনেতা বলেন, সবার উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

ভিডিওতে সিদ্দিকুর রহমান বলেন, ‘উপনির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৭ থেকে মনোয়ন পত্র উঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্যি যে, আমাকে এই আসনের জন্য সিলেকশন করেননি। সেই কারণেই একটু মন খারাপ। কিন্তু মন খারাপ হলে মানুষ কী করে? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এ কারণেই আমি দুবাই ঘুরতে এবং কেনাকাটা করতে এসেছি। এতে নাকি মানুষের অনেকটাই মন ভালো হয়ে যায়।’

এদিকে, সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম তাকে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি সিদ্দিকুর রহমানকে ‘খালি কলসি’ বলে মন্তব্য করেছেন। মারিয়া একই সময়ে দুটি স্ট্যাটাস দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে তিনটি হাসির ইমোজি পোস্টে করেছেন। এর পরের স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘খালি কলসি বাজে বেশি’। 

তার পোস্টে কোথাও সাবেক স্বামীর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এসব তিনি সিদ্দিককে উদ্দেশ্য করেই লিখেছেন। তার প্রমাণ পাওয়া গেলো পোস্টের কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘সিদ্দিক ভাই নৌকা পাইলো না’। আরেকজন লিখেছেন, ‘সিদ্দিককে ধুয়ে দিলেন’। আরেক নেটিজেন লিখেছেন, ‘সেই জন্যই সিদ্দিক ভাই নমিনেশন পায়নি’।

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর-মিম। ২০১৩ সালে জন্ম নেয় এ দম্পতির সন্তান আরশ হোসেন। ভালোবেসে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয় তাদের। বর্তমানে সন্তানকে সঙ্গে নিয়ে ফ্রান্সে স্থায়ী বসবাস করছেন মিম। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়