শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমল হাসানকে বোকা বললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

কমল হাসান - সুদীপ্ত সেন

শিমুল চৌধুরী ধ্রুব: ২৩তম আইফা অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। সেই অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ের আলোচিত ও সমালোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি প্ররোচনামূলক সিনেমার বিরুদ্ধে। সিনেমার লোগোর নিচে শুধু সত্য কাহিনি লিখলেই হয় না। তা সত্যি হতেও হয়, আর এ কাহিনি মোটেও সত্যি নয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

কমল হাসানের এমন মন্তব্যের প্রতিউত্তরে তাকে পরোক্ষভাবে বোকা বলে কটাক্ষ করেছেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। 

তিনি বলেছেন, এই ধরনের মন্তব্যে আমি আগে জবাব আর ব্যাখ্যা দিতাম কিন্তু এখন আর দিই না। কারণ যারা এই সিনেমাকে প্ররোচনামূলক বলেছিলেন তারাই সিনেমা দেখার পর ভালো কথা বলেছেন। সিনেমাটা যারা দেখেননি তারাই শুধু সমালোচনা করছেন। সূত্র: নিউজ ১৮ 

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল। তারা সিনেমা দেখেননি বলেই এটিকে প্ররোচনামূলক বলছেন। আমাদের দেশে বোকাবোকা কুক্ষিগত চিন্তাভাবনার প্রচুর মানুষ রয়েছেন। জীবন সব সময় সাদা-কালো হয় না, তাতে ধূসর বলেও একটি রঙের অস্তিত্ব থাকে।

উল্লেখ্য, গত ৫ মে মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। কলকাতা ও তামিলনাড়ুতে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে সুপ্রিমকোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে ছবিটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়