শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমল হাসানকে বোকা বললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

কমল হাসান - সুদীপ্ত সেন

শিমুল চৌধুরী ধ্রুব: ২৩তম আইফা অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। সেই অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ের আলোচিত ও সমালোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি প্ররোচনামূলক সিনেমার বিরুদ্ধে। সিনেমার লোগোর নিচে শুধু সত্য কাহিনি লিখলেই হয় না। তা সত্যি হতেও হয়, আর এ কাহিনি মোটেও সত্যি নয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

কমল হাসানের এমন মন্তব্যের প্রতিউত্তরে তাকে পরোক্ষভাবে বোকা বলে কটাক্ষ করেছেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। 

তিনি বলেছেন, এই ধরনের মন্তব্যে আমি আগে জবাব আর ব্যাখ্যা দিতাম কিন্তু এখন আর দিই না। কারণ যারা এই সিনেমাকে প্ররোচনামূলক বলেছিলেন তারাই সিনেমা দেখার পর ভালো কথা বলেছেন। সিনেমাটা যারা দেখেননি তারাই শুধু সমালোচনা করছেন। সূত্র: নিউজ ১৮ 

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল। তারা সিনেমা দেখেননি বলেই এটিকে প্ররোচনামূলক বলছেন। আমাদের দেশে বোকাবোকা কুক্ষিগত চিন্তাভাবনার প্রচুর মানুষ রয়েছেন। জীবন সব সময় সাদা-কালো হয় না, তাতে ধূসর বলেও একটি রঙের অস্তিত্ব থাকে।

উল্লেখ্য, গত ৫ মে মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। কলকাতা ও তামিলনাড়ুতে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে সুপ্রিমকোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে ছবিটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়