শিরোনাম
◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীরকে যে কারণে চড় মেরেছিলেন আনুশকা

রণবীর ও আনুশকা

শিমুল চৌধুরী ধ্রুব: বলিউডের সাম্প্রতিক কালের অভিনয় শিল্পীদের মধ্যে পেশাগত জায়গায় প্রতিদ্বন্দ্বীতা থাকলেও ব্যক্তিজীবনে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। ছবির সেটে অভিনয় করতে গিয়ে আন্তরিকতা হয়ে যায় তাদের মধ্যে। যার একটি উদাহরন হচ্ছেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর। ২০১৬ সালে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন এই দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সেই বন্ধুকেই একের পর এক চড় মেরেছিলেন আনুশকা। হিন্দুস্থান টাইমস

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও প্রথমে চুপ করে সেই চড়গুলো সহ্য করছিলেন। তার পরেই হঠাৎ করে রেগে যান তিনি। খেপে গিয়ে রণবীর বলেন ওঠেন, ‘সব কিছুর একটা সীমা থাকে!’ আর এতেই প্রশ্ন উঠেছে, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে এমন কি হলো যে রণবীরকে এতোগুলো চড় মারলেন আনুশকা? কলকাতা সারাদিন

জানা যায়, এই চড় মূলত কোনো রাগ-ক্ষোভ থেকে মারেননি অভিনেত্রী। মূল ঘটনা হলো- ওই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শ্যুটিং করছিলেন তারা। ছবির একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল আনুশকার। পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে জন্য সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন অভিনেত্রী। এ দিকে আনুশকার হাতে চড় খেতে খেতে বিরক্ত হয়ে রণবীর বলে ওঠেন, ‘সব কিছু মশকরা নয়!’ আনুশকা তখন রণবীরকে প্রশ্ন করেন, ‘তুমি কি সত্যিই রেগে গিয়েছ?’ রণবীর বলেন, ‘অবশ্যই রেগে গিয়েছি! এত জোরে চড় মারলে, গালে লাগছে তো!’ আনন্দবাজার

আইএমডিবি জানায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা-রণবীর ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই, ফাওয়াদ খান প্রমুখ। ছবির একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। সম্পাদনা: তারিক আল বান্না

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়