শিরোনাম
◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হলেন চিত্রনায়ক রোশান

শিমুল চৌধুরী ধ্রুব: বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন চিত্রনায়ক জিয়াউল রোশানের স্ত্রী তাহসিনা এশা। এর মাধ্যমে প্রথমবারের মতো বাবা হলেন এই অভিনেতা। এ তথ্য আমাদের সময় ডট কমকে নিশ্চিত করেছেন রোশান নিজেই। তিনি জানিয়েছেন, তার স্ত্রী ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। একই সঙ্গে ভক্ত-শুভাকাক্সক্ষীদের নিকট সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেছেন রোশান।

ফেসবুক জান্য়া, এছাড়া সামাজিক মাধ্যমেও নবজাতকের সঙ্গে নিজের তোলা কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন। আলহামদুলিল্লাহ।’ এর আগে গত ১২ মে গুঞ্জন রটে, মা-বাবা হতে যাচ্ছেন এশা-রোশান। সেই সময় রোশান বলেছিলেন, ‘আমি তো অফিশিয়ালি কিছু জানাইনি। আমার লাইফে যা কিছু হয় সবই অফিশিয়ালি জানিয়ে দেই। কিছু যদি ঘটেও তাহলে সেটা আমি জানাব।’ 

দেশ টিভি জানায়, এরও কয়েকদিন আগে, অর্থাৎ গত ৬ মে দুপুরে ফেসবুকে এশার সঙ্গে বিয়ের তথ্য জানিয়েছিলেন রোশান। যদিও অনেক আগেই প্রেমের কথা জানিয়েছিলেন তিনি। তবে বিয়ের কথা প্রকাশ্যে আসার পর জানা যায়, ২০২০ সালের ১১ জুন গোপনে রাজধানীর উত্তরার বাসায় এশাকে বিয়ে করেন অভিনেতা। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়