শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয় ছেড়ে ইসলামের পথে পপি

ষ্পিতা পপি

শিমুল চৌধুরী ধ্রুব: জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয়ে পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০১৯ সালে হঠাৎ করেই চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন পপি। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। মূলত অভিনয় ছেড়ে তিনি ইসলাম ধর্মে মনযোগী হয়েছিলেন। কালের কন্ঠ

জানা গেছে, চলচ্চিত্র ছেড়ে শুধু নিজেকেই আড়াল করেননি পপি, হয়েছেন দেশান্তরীও। স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন ইউরোপের দেশ ফ্রান্সে। সামাজিকমাধ্যম থেকেও সরিয়ে ফেলেছেন আগের সব ছবি। যুগান্তর

গণমাধ্যমের পক্ষ থেকে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়ে দিয়েছি। বাকি জীবন ইসলামি আদর্শেই কাটাতে চাই। যেহেতু সিনেমা ছেড়েছি, তাই আর কখনোই আমাকে পর্দায় দেখার চানস নেই। এখানে (ফ্রান্স) স্বামী সংসার নিয়ে সুখে আছি। ভবিষ্যতে আল্লাহপাক যা করবেন, যেভাবে চালাবেন সেভাবেই চলব। সবার কাছে দোয়া চাই। সাম্প্রতিক দেশকাল 

উল্লেখ্য, পুষ্পিতা পপি আলোচনায় আসেন ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করে। এতে তিনি শাকিব খানের প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও ‘কখনও ভুলে যেও না’, ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। এটি ২০১৯ সালে মুক্তি পায়। বাংলানিউজ২৪, সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়