শিরোনাম
◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুচি পরিবর্তনে মামুনুর রশীদ কী কাজ করেছেন? : হিরো আলম

মামুনুর রশিদ, হিরো আলম

শিমুল চৌধুরী ধ্রুব: কয়েকদিন আগে অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ অভিনেতার এ মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে নানা কথা হচ্ছে। কেউ অভিনেতার পক্ষে বলছেন, আবার কেউ কটাক্ষ করছেন।

তার মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন হিরো আলম। সেখানে মামুনুর রশীদের উদ্দেশে তিনি বলেন, ‘পারলে আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে মেরে ফেলেন হিরো আলমকে।’

এদিকে দু’জনের এ মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাট্যজন মামুনুর রশীদ ও হিরো আলম পৃথক মাধ্যমে পৃথকভাবে কথা বলছেন বিষয়টি নিয়ে। সেই ধারাবাহিকতায় এবার ফেসবুক ভেরিফায়েড পেজে মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে ফের মন্তব্য করেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘মামুনুর রশিদ স্যার বললেন, হিরো আলম সমাজের জন্য কী ভালো কাজ করেছেন? আমি বলি, আপনি কী ভালো কাজ করেছেন? এটা আমার প্রশ্ন? আর কী এমন কাজ করে মানুষের রুচি পরিবর্তন করেছেন?’

এসসিডি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়