মনিরুল ইসলাম: আবুল হায়াত, দিলারা জামান অভিনীত স্বাধীনতা দিবস ২৬ মার্চের নাটক 'শেষ থেকে শুরু'। গল্পের মূল ভাবনা-ফরিদুর রেজা সাগর। অরুণ চৌধুরী পরিচালিত এই নাটকটি চ্যানেল-আইতে প্রচারিত হবে স্বাধীনতা দিবসে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।
নাটকটির পরিচালক অরুন চৌধুরী বলেন, একটি বিদেশি গল্পের অনুপ্রেরনায় চল্লিশ মিনিটের নাটকটি প্রধান দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী আবুল হায়াত ও দিলারা জামান।
অশিতী পর এই পিতামাতা থাকেন প্রত্যন্ত এলাকা। আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তাঁর স্ত্রী দিলারা জামান নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশু পুত্র আকন্দ এখন তরুণ। থাকেন কানাডা। বিয়ে করেছেন। বাবা-মা'র কাছে আসবেন। সেই আনন্দে ওরা যখন আত্মহারা। সেই মুহুর্তে এক বিশেষ খবর আসে। কাহিনী নতুন মাত্রায় পৌঁছে।
এভাবে নাটকের কাহিনি আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক। বলেন, স্বাধীনতা দিবসে বিশেষ এই নাটকটি টিভি দর্শকদের ভালো লাগবে আশা করি।
আপনার মতামত লিখুন :