শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের ভালবাসায় মুগ্ধ তানজিন তিশা

তানজিন তিশা

শিমুল চৌধুরী ধ্রুব: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার পছন্দের মানুষ হতে কি কি গুণ থাকা প্রয়োজন, সম্প্রতি এক সাক্ষাৎকারে পেশাগত, ব্যক্তিগত, পছন্দ-অপছন্দের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। 

শুরুতেই প্রশ্ন ছিল তানজিন তিশা’র পেশাগত জীবন নিয়ে। তিনি জানান, ‘পেশাগত জীবনে কাজের প্রতি আরও মনোযোগী হবার চেষ্টা করছি। বেশ কিছু নতুন কাজের পাশাপাশি ফ্যানদের জন্য কাছে এক্সাইটিং কিছু প্রজেক্ট। স্টুডিও এক্স-এর সাথে সম্প্রতি কাজ করেছি। শীঘ্রই আরও বেশ কিছু মজাদার প্রজেক্টে ফ্যানরা আমাকে দেখতে পাবেন।’

স্টুডিও এক্স-এর নতুন প্রজেক্ট নিয়ে জানতে চাইলে তিশা বলেন, ‘চলতি বছরেই অ্যামেরিকান স্টাইলিং এক্সপার্ট রেকমেন্ডেড মেনজ গ্রুমিং ব্র্যান্ড স্টুডিও এক্স-এর একটি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনের নামও দেওয়া হয় ‘ইমপ্রেস তানজিন তিশা উইথ আমেরিকান স্টাইল’। 

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল স্পেশাল গ্রুমিংয়ের মাধ্যমে পুরুষদের ব্যক্তিত্বটা আরও ফুটিয়ে তোলা, যেমন; তাদের কথা বলার ও হাঁটাচলার স্টাইল, বডি-ল্যাংগুয়েজ, ফ্যাশন সেন্স ইত্যাদি। 

ক্যাম্পেইনের সফলতা ও অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তানজিন তিশা জানান, ‘প্রায় ২,৪২৩ প্রতিযোগী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং ভক্তদের থেকে এতো ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই ভীষণ আনন্দিত। এদের মধ্যে থেকে সেরা ৩০ জনকে আমি বাছাই করি, যারা আমাকে সবচেয়ে বেশি ইম্প্রেস করে।

অতঃপর, গত ৪ই নভেম্বর ঢাকার সিক্স সিজন হোটেলে জনপ্রিয় ফ্যাশন ও স্টাইলিং ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল-এর তত্ত্বাবধায়নে যথাযথ গ্রুমিংয়ের মাধ্যমে ৩০ প্রতিযোগীকে গালা নাইটের জন্য প্রস্তুত করা হয় এবং ৫ই নভেম্বর ক্যাম্পেইনের গালা নাইট অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীরা আমেরিকান স্টাইলের মাধ্যমে আমাকে ইম্প্রেস করার সুযোগ পায়। 

সেই ৩০ জনের মধ্য থেকে আমার সেরা ৫ জনকে বাছাই করার কথা ছিল, তবে অবশেষে আমি ৬ জন প্রতিযোগীকে বাছাই করি। ব্যক্তিজীবন নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে সবসময়েই নিজেকে আরও গুছিয়ে তোলার চেষ্টা থাকে, নতুন কিছু করার চেষ্টা।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়