শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রথম বাংলা সিনেমা

টাইমস স্কয়ারের বিলবোর্ড

শিমুল চৌধুরী ধ্রুব: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে সাধারণত প্রায়ই দেখা যায় বিশ্বের বিভিন্ন ভাষার জনপ্রিয় সিনেমার ট্রেলার ও টিজার। তবে এর আগে কোনো বাংলা সিনেমার ভাগ্যে জোটেনি সেই সুযোগ। এবারই প্রথম বিলবোর্ডটিতে দেখানো হলো কলকাতার সিনেমা ‘দোস্তজী’র পোস্টার এবং ট্রেলার। বণিকবার্তা

বাংলাদেশ-ভারত সীমান্তের দুই শিশুর মধ্যকার বন্ধুত্ব ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দোস্তজী’। বিশ্বের প্রায় ৩০টি দেশ ঘুরে ইউনেস্কো সিফেজ অ্যাওয়ার্ড, জাপানের গোল্ডেন শিকা অ্যাওয়ার্ডসহ আটটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নির্মাতা প্রসূন চট্টোপাধ্যায়ের এ সিনেমা। নির্মাতা বলেন, ‘যখন নিজের দেশে, নিজের শহরে দোস্তজী মুক্তি পেয়েছিল, তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি। আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিল না। তবুও সে সিনেমা বাংলার দর্শকদের ভালোবাসায় একটানা ১২ সপ্তাহ সিনেমা হলে চলেছে। এবার নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।’

বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে সিনেমা নির্মাণের ভাবনা রয়েছে প্রসূনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। যদি সেরকম কিছু হয় তবে সিনেমার বেশির ভাগ শুটিং বাংলাদেশে করব। এতে বাংলাদেশের অনেক তারকাও থাকবেন। আমার বাবা-মায়ের জন্ম বাংলাদেশে। যদিও আমি একবারই বাংলাদেশে গিয়েছি।’ 

দোস্তজী কলকাতায় মুক্তি পায় গত ১১ নভেম্বর। সিনেমাটি দেখার পর এক টুইট বার্তায় এর প্রশংসা করেছিলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। 

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়