শিরোনাম
◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:৩৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড পেলো ‘সাঁতাও’

গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড হাতে সাঁতাও টিম

শিমুল চৌধুরী ধ্রুব: প্রান্তিক মানুষের জীবন কাহিনী নিয়ে গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। নির্মাতা খন্দকার সুমন পরিচালিত এ ছবি একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। সে ধারাবাহিকতায় নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওয়ার্ল্ড প্যানোরমা’ বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেলো সিনেমাটি। এ খবর জানিয়েছেন নির্মাতা নিজেই।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ষষ্ঠ বারের মতো আয়োজন করা হয় নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৬ মার্চ শুরু হওয়া এই আয়োজন পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় ২০ মার্চ। এ উৎসবে বাংলাদেশ ‘সাঁতাও’-সিনেমার পক্ষে উপস্থিত হয়েছিলেন এ ছবির অভিনেত্রী আইনুন পুতুল ও নির্বাহী প্রযোজক শরিফুল আলম।

এটি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। তিনি বলেন, ‘এর আগে আমার দুটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলো। এতোদিন ধরে একই ফেস্টিভ্যালে যাওয়া আসার মধ্য দিয়ে এবারই প্রথম পুরষ্কার পেলাম। এটা খুব আনন্দের। এমন পুরষ্কার পেলে মানুষের আগ্রহ বাড়ে। এই আগ্রহকে কাজে লাগিয়ে আমরা আরো বেশি দর্শকদের সাথে কানেক্টেড হতে পারবো। এটা অনেক বড় পাওয়া।’

‘সাঁতাও’-সিনেমার প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার প্রধান অভিনেতা ফজলুল হক। তিনি বলেন, ‘এটি যেহেতু গণ-অর্থায়নের সিনেমা, সেহেতু এই বিজয়টা গণমানুষের। আমাদের সিনেমাটা এই পুরষ্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশকে আরো উচ্চতর আসনে নিয়ে গেছে।’

ছবিটিতে আইনুন পুতুল ও ফজলুল হক ছাড়াও আরোও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ। এর আগে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতে নেয় ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়