শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৪৮ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে হঠাৎ গুলশান থানায় শাকিব খান

শাকিব খান

আখিরুজ্জামান সোহান: ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিষয়ে কথা বলতে থানায় হাজির হয়েছেন নায়ক শাকিব খান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। 

রাত সাড়ে ১২ টার দিকে থানা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর মিথ্যাচারের বিরুদ্ধে আইনী সাহায্যের জন্য থানায় এসেছেন। 

এসময় শাকিব আরও বলেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজকই নয়, সে অসৎ উদ্দেশ্যে আমাদের সবার ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছেন।

শাকিবের লিগ্যাল এডভাইসর অ্যাডভোকেট খাইরুল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামীকাল  রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করবেন শাকিব।

তিনি আরও বলেন, শাকিবের বিরুদ্ধে একটি চক্র কাজ করছে যারা তার সুনাম নষ্ট করতে চায়।

 শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়