শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৪৮ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে হঠাৎ গুলশান থানায় শাকিব খান

শাকিব খান

আখিরুজ্জামান সোহান: ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিষয়ে কথা বলতে থানায় হাজির হয়েছেন নায়ক শাকিব খান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। 

রাত সাড়ে ১২ টার দিকে থানা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর মিথ্যাচারের বিরুদ্ধে আইনী সাহায্যের জন্য থানায় এসেছেন। 

এসময় শাকিব আরও বলেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজকই নয়, সে অসৎ উদ্দেশ্যে আমাদের সবার ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছেন।

শাকিবের লিগ্যাল এডভাইসর অ্যাডভোকেট খাইরুল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামীকাল  রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করবেন শাকিব।

তিনি আরও বলেন, শাকিবের বিরুদ্ধে একটি চক্র কাজ করছে যারা তার সুনাম নষ্ট করতে চায়।

 শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়