শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তির জন্য কারাগারে অনশন ধর্মঘট করছেন ইরানের বিখ্যাত পরিচালক জাফর পানাহি 

জাফর পানাহি 

মিহিমা আফরোজ: আটকের প্রতিবাদে ইরানের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি তেহরানের এভিন কারাগারে অনশন ধর্মঘট শুরু করেছেন। সাময়িক মুক্তির আশা প্রত্যাখ্যান করার পর এ কর্মসূচী পালন করছেন তিনি। শুক্রবার পানাহির স্ত্রী তাহেরেহ সাইদি এ তথ্য জানিয়েছেন। সিএনএন

২০২২ সালের ১১ জুলাই পানাহিকে এভিন কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তেহরানের একটি আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়। ২০০৯ সালের নির্বাচনের পর আন্দোলনের সময় তার বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণা এবং বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিস্টিক ফ্রিডম ইনিশিয়েটিভ বলেছে, ইরানের আইনের অধীনে তার সাজার মেয়াদ পার হয়ে গিয়েছে এক দশক আগে। কিন্তু ইরানের বিচার বিভাগ তার মামলা পর্যালোচনা করতে বা তাকে জামিনে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। 

গত বুধবার, পানাহি তার স্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ইরানে আটকে পড়া অনেক মানুষের মতো মুক্তির জন্য আমার প্রিয় সম্পত্তি ব্যয় করা ছাড়া আর কোনও উপায় নেই। তাই আমি ঠিক করেছি, আমি কোন ধরণের খাবার বা ওষুধ খাওয়া থেকে বিরত থাকব। যতদিন না আমি মুক্তি পাবো, ততদিন আমি এই ধর্মঘট অব্যাহত রাখবো। ইরান এবং আমার দেশের জনগণের প্রতি আমার ভালোবাসা রইলো। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী পানাহির নির্মিত বিখ্যাত কিছু চলচ্চিত্র ‘দ্য হোয়াইট বেলুন’, ‘দ্য সার্কেল’ এবং ‘নো বিয়ারস’।

এইচআরএএনএ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে পানাহি লিখেছেন, আইন অনুসারে, আমার বিরুদ্ধে আইনি মামলা পর্যালোচনা এবং মামলা পুনর্বিচারের অনুরোধ আদালতে একবার গৃহীত হওয়ার পর আমাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। গত কয়েক সপ্তাহ ধরে পানাহি কারাগারে ফ্লু এবং অন্যান্য অসুস্থতায় ভুগছেন। কর্তৃপক্ষ দ্বারা কারাগারে তাকে ক্রমাগত হয়রানি করা হয়েছে এবং কারাগারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 

এমআইএ/এসএ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়