শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের স্টেজে নাচতে গিয়ে অপমানিত অপু বিশ্বাস (ভিডিও)

অপ বিশ্বাস

এ্যানি আক্তার: ভারতের আশামের সথানীয় একটি গ্রামে স্টেজ ড্যান্স এর জন্য যান অভিনেত্রী অপ বিশ্বাস। সেই নাচের একটি ভিডিও A2Z Music Center নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখানেই অপমানিত অপু, বইছে হাজারো বাজে কমেন্টের বন্যা। অপু বিশ্বাসকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে নিয়ে যান। ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানকার দর্শকের মধ্যে অপুকে নিয়ে প্রচুর ব্যাঙ্গ করা হচ্ছে। ইউটিউব এটুজেট মিউজিক সেন্টার

এর কারণ হল অপু বিশ্বাস ভাল ড্যান্স করতে পারছিলো না। আর অপু বিশ্বাসের ফিগার কোন রকমে সহ্য করতে পারছিলো না দর্শক।

পরে ওই স্টেজ ড্যান্সের কিছু অংশ A2Z Music Center নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে ভিডিওটি এখন পর্যন্ত ৮,৪২২,৩৬৪ ভিউ হয়েছে। কিন্তু কমেন্ট পড়লে নিশ্চিত বুঝা যায় এখানে অপুকে দেখতে নয় বরং সবাই অপুকে বেইজ্জতি করতে ঢুকেছে।

অপু বিশ্বাসের বাজে ফিগার নিয়ে Mahuzzal 81 নামের এক ব্যাক্তি কমেন্ট করেছেন, এই যদি হয় একজন নায়িকার ফিগার,তাহলে উত্তরার হিজলা সোনিয়াকে অপছন্দ করি কিভাবে??? 

Munshi Tarek নামের আর এক ব্যাক্তি কমেন্ট করেন, আমি এইটা দেখে প্রায় ঘন্টা খানেক স্তব্ধ আছিলাম কারণ আমি কি দেখতেছি, আমি কি গাঁজার নেশায় উল্টাপাল্টা কিছু দেখতেছি, পরে সবার কমেন্ট পড়ে টের পেলাম, আমি গাঁজা খেলেও ঠিক দেখতেছি! সবার মন্তব্য দেখে আরও বুঝলাম যে সবাই আমার মতই অবাক হয়েছেন। পুরা thinking eee change হয়ে গেলো। এটা অইলো কিছু!

ভিডিওটি দেখুন এখানে

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়