শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৯:৪৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনি ডেপের বিরুদ্ধে আপিল করবেন অ্যাম্বার হার্ড

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

এ্যানি আক্তার : জনি ডেপের বিরুদ্ধে আবারও মামলা করার কথা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। তার দাবি, বুমশেল আদালতে তিনি হেরে গেছেন। নিউইয়র্ক পোস্ট

চলতি মাসের শুরুতে অ্যাম্বার হার্ড তার আপিল দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, বিচারকালীন তার থেরাপি নোটগুলো বাতিল করা হয়েছিল; যেখানে তিনি নির্যাতিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়।

ফেয়ারফ্যাক্স কাউন্টি, ভার্জিনিয়ার বিচারক পেনি অ্যাজকারেটের শুনানিতে প্রমাণগুলো বাতিল করা হয়েছিল।

অ্যাম্বার হার্ডের আইনজীবী জানান, ট্রায়াল কোর্ট জুরিকে বেশ কয়েকটি পৃথক উদাহরণ বিবেচনা করতে বাধা দেয়। এসব উদাহরণে অ্যাম্বার হার্ড একজন মেডিকেল পেশাদারের কাছে ডেপের অপব্যবহারের অভিযোগ এনেছিলেন।

এর আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছিলেন জনি ডেপ। ১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত এ রায় দিয়েছিলেন।

২০১৭ সালে এই দুই তারকার বিচ্ছেদ হয়। তার পরের বছরই জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।

এ সময় আদেশে জনি ডেপের বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগ সাজানো বলে উল্লেখ করেছেন আদালত।

এ সময় জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। সম্পাদনা: খালিদ আহমেদ

এএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়