শিরোনাম
◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবকে ভালোবাসি তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই: রাত্রি

সাকিব খান ও রাত্রি

মনিরুল ইসলাম : আমি শাকিব খানকে ভালোবাসি। তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমি এখন আমার ছেলে রাহুল খানকে নিয়ে আছি৷ ওকে নিয়েই আমার সব স্বপ্ন। আমার ছেলেকে আমি দুবাই পাঠাতে চাই। আমি আমার ছেলেকে মটর ওয়ার্কশপে মেকানিক ট্রেনিং শিখিয়েছি। ও এখন প্রাইভেট গাড়ির কাজ করতে পারে। পাশাপাশি গাড়ি ড্রাইভিংও করছে। 

এভাবেই এক নাগাড়ে কথাগুলো বললেন চলচ্চিত্রের সহঅভিনেত্রী রাত্রি।  যাকে জড়িয়ে শাকিব খানকে নিয়ে নানান কথা চাউর রয়েছে সোস্যাল মিডিয়াতে।

আজ শনিবার বেলা ৩ টা ৫২ মিনিটে মেঠোফোনে আলাপকালে রাত্রি বলেন, শাকিব খান নিয়ে এখন কিছু ভাবি  না। একসময় ভাবতাম। তবে শাকিবের কথা  মনে হলে রাতে ঘুমাতে পারি না৷ ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়। 

তিনি বলেন, আমার কোন অভিযোগ নেই শাকিবের বিরুদ্ধে।  আর অভিযোগ করেই কি করব। অপু বিশ্বাসকে পাবার পর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি চাই অপু। বুবলী নিয়ে থাকুক। তারা সুখে থাকুক। তবে অপু আর বুবলীর কথা মনে হলে খারাপ লাগে। 

রাত্রি জানান, সে আর তার ছেলে রাহুল খানকে নিয়ে মগবাজার বটতলায় থাকেন। তার ছেলে ইস্কাটনের এক ভদ্রলোকের গাড়ির চালান। 

আজ তার ছেলে কোথায় জবাবে বলেন, চট্রগ্রাম গেছে তার গাড়ির মালিককে নিয়ে। আলাপকালে রাত্রি বলেন, আমার দুনিয়া রাহুল খান। ওর চলনবলন হিরো মতো। একই ষ্টাইলে চলে। কথা বলেন।

তার সঙ্গে শাকিব খানের রিলেশন নিয়ে জানতে চাইলে বলেন, আমি এ নিয়ে কথা বাড়াতে চাই না৷ আমার ছেলে এসব নিয়ে কথা বলতে মানা করেছে। তাই এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না।

দোয়া করবেন ছেলেকে যেনো দুবাই পাঠাতে পারি। আমার জীবন তো শেষ করে দিলাম। ছেলের জীবনটা যেনো আমার মতো না হয়।

এমই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়