শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবকে ভালোবাসি তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই: রাত্রি

সাকিব খান ও রাত্রি

মনিরুল ইসলাম : আমি শাকিব খানকে ভালোবাসি। তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমি এখন আমার ছেলে রাহুল খানকে নিয়ে আছি৷ ওকে নিয়েই আমার সব স্বপ্ন। আমার ছেলেকে আমি দুবাই পাঠাতে চাই। আমি আমার ছেলেকে মটর ওয়ার্কশপে মেকানিক ট্রেনিং শিখিয়েছি। ও এখন প্রাইভেট গাড়ির কাজ করতে পারে। পাশাপাশি গাড়ি ড্রাইভিংও করছে। 

এভাবেই এক নাগাড়ে কথাগুলো বললেন চলচ্চিত্রের সহঅভিনেত্রী রাত্রি।  যাকে জড়িয়ে শাকিব খানকে নিয়ে নানান কথা চাউর রয়েছে সোস্যাল মিডিয়াতে।

আজ শনিবার বেলা ৩ টা ৫২ মিনিটে মেঠোফোনে আলাপকালে রাত্রি বলেন, শাকিব খান নিয়ে এখন কিছু ভাবি  না। একসময় ভাবতাম। তবে শাকিবের কথা  মনে হলে রাতে ঘুমাতে পারি না৷ ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়। 

তিনি বলেন, আমার কোন অভিযোগ নেই শাকিবের বিরুদ্ধে।  আর অভিযোগ করেই কি করব। অপু বিশ্বাসকে পাবার পর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি চাই অপু। বুবলী নিয়ে থাকুক। তারা সুখে থাকুক। তবে অপু আর বুবলীর কথা মনে হলে খারাপ লাগে। 

রাত্রি জানান, সে আর তার ছেলে রাহুল খানকে নিয়ে মগবাজার বটতলায় থাকেন। তার ছেলে ইস্কাটনের এক ভদ্রলোকের গাড়ির চালান। 

আজ তার ছেলে কোথায় জবাবে বলেন, চট্রগ্রাম গেছে তার গাড়ির মালিককে নিয়ে। আলাপকালে রাত্রি বলেন, আমার দুনিয়া রাহুল খান। ওর চলনবলন হিরো মতো। একই ষ্টাইলে চলে। কথা বলেন।

তার সঙ্গে শাকিব খানের রিলেশন নিয়ে জানতে চাইলে বলেন, আমি এ নিয়ে কথা বাড়াতে চাই না৷ আমার ছেলে এসব নিয়ে কথা বলতে মানা করেছে। তাই এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না।

দোয়া করবেন ছেলেকে যেনো দুবাই পাঠাতে পারি। আমার জীবন তো শেষ করে দিলাম। ছেলের জীবনটা যেনো আমার মতো না হয়।

এমই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়