শিরোনাম
◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় অভিনয়ে আলিয়ার নতুন কৌশল

ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় মাতৃত্বের ঘোষণা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। কন্যা রাহার কারণে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন কিনা, তা নিয়েও গুঞ্জন উঠে বলিউডে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রাহাকে গর্ভে নিয়েই করেন হলিউড ডেব্যু সিনেমা ‘হার্ট অফ স্টোন’। 

তবে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। তবে মাতৃত্বের কারণে কাজের পরিধি কিছুটা কমিয়ে এনেছেন।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর প্রেমের পর রণবীরের মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথায় সন্তান আসার খবর দেন এই দম্পতি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘মাতৃত্বকে আলিঙ্গন করার পর তিনি তার কাজের দৃষ্টিভঙ্গিকে নতুন রুপ দিয়েছি। আগে আমি একসাথে দু-তিনটে চলচ্চিত্রে কাজ করতাম। কিন্তু এখন আর তা করতে চাইনা। আমি এখন যে গতিতে কাজ করি তা আলাদা, কারণ আমার একজন সন্তান রয়েছে।’

এছাড়াও সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করবেন না তিনি। 

চলতি বছরেই মুক্তি পাবে যশ রাজ ফিল্মসের স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’। যশ রাজ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক সিনেমা এটি। এছাড়াও সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও অভিনয় করবেন আলিয়া। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল ও তার স্বামী রণবীর কাপুর। এ বছরেই মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়