শিরোনাম
◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী ◈ খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক: ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরস্মরণীয়’ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে চীনা প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বর্ণিল আয়োজনে হয়ে গেলো ' বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২৪, অ্যাওয়ার্ড ওনার ছাড়া শিল্পীদের উপস্থিত ছিলো স্বল্প 

মনিরুল ইসলাম: পৌষ মাস। শীত ঝেঁকে বসেছে। হিম শীতল বাতাস বইছে। রাত হলেই তাপমাত্রা কমছে। এরই মধ্যে গতকাল রোববার এফডিসির প্রশাসনিক চত্বরে খোলা আকাশের নিচে জমকালো আয়োজনে  হয়ে গেলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ' স্বপ্নধরা বিএফডিএ অ্যাওয়ার্ড- ২০২৪। গতকালের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস   হলেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝাঁঝালো পারফর্মেন্স উপস্থিত সকলকে উষ্ণতার অনুভুতি জাগায়। আয়োজন ছিলো বর্ণিল। আলোকচ্ছটায় অনুষ্ঠানকে অন্যমাত্রায় নিয়ে যায়। তবে 'অ্যাওয়ার্ড ওনার' ছাড়া চলচ্চিত্র শিল্পীদের উপস্থিত ছিলো স্বল্প। চোখে পড়ার মতো নয়। কেন এমন হলো তা জানা যায়নি। এ নিয়ে অনেকের সাথে কথা বলেও তেমন সদুত্তর পাওয়া যায়নি।

এবারের আয়োজনে  এফডিসির প্রবেশ পথের দেয়াল থেকে ভিতরে প্রয়াত বিশিষ্ট নায়ক, নায়িকা, পরিচালকদের  পোষ্টার টানানো হয়েছে। এতে শোভা পেয়েছে নায়ক রাজ রাজ্জাক, জাফর ইকবাল, জসিম, মান্না,  পরিচালক দিলীপ বিশ্বাসসহ অন্যান্যদের পোষ্টার।

এদিকে, অনুষ্ঠান আয়োজকদের আয়োজনে কমতি চোখে পড়েনি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে যে পারফরম্যান্স থাকতে হয় তা ছিলো। গান ও নাচগুলো ছিলো দৃষ্টিনন্দিত। গান সিলেকশন ছিলো চমৎকার। কিংবদন্তি অভিনেত্রী রোজিনা,  বুবলী দীঘি,  তানজিন তিশার পারফরম্যান্স সকলকে উজ্জীবিত করেছে। আমন্ত্রিত সকলে হাততালি দিয়ে স্বাগত জানান।

তবে কনকনে  ঠান্ডায় আমন্ত্রিতদের জন্য চা বা কফি কর্ণার চোখে পড়েনি। এ নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিত্রুিয়াও জানান।

 ২০২৪ সালে অ্যাওয়ার্ডে  ২ জনকে আজীবন সম্মাননা জানানো হয়েছে। এরা দুই জন হলেন  ঢাকাই চলচ্চিত্রের প্রবাদ পুরুষ। এদের একজন হলেন মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু। আরেকজনও বীর মুক্তিযোদ্ধা ড. মতিন রহমান। ২ জন বীর মুক্তিযোদ্ধাকে আজীবন সম্মাননা জানিয়ে আয়োজকরা প্রশংসার কাজ করেছেন বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।

আজীবন সম্মাননা প্রাপ্তি সম্পর্কে  ড. মতিন রহমান  বলেন, পুরস্কার পেয়ে ভালো লাগছে।  আয়োজকদের ধন্যবাদ জানাই 

এছাড়া যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তারা হলো,
সেরা চলচ্চিত্র- প্রিয় মালতি
সেরা পরিচালক শঙ্খ দাস গুপ্ত (প্রিয় মালতি)
সেরা অভিনেতা যৌথ- শাকিব (রাজকুমার)
রণক হাসান 
(নয়া মানুষ)
সেরা অভিনেত্রী মেহেজাবিন 
(প্রিয় মালতি)
খল অভিনেতা শহীদুজ্জামান সেলিম (ওমর)
সম্পাদক-সিমিত রায় অন্তর (রাজকুমার)
চিত্রগ্রাহক -কামরুল হাসান খশরু(কাজল রেখা)
সংগীত পরিচালক -প্রিন্স মাহমুদ বরবাদ গানের জন্য
গীতিকার প্রিন্স মাহমুদ বরবাদ গানের জন্য - (রাজকুমার)
শিল্পী (ছেলে)-আলিফ (রাজকুমার)
শিল্পী (মেয়ে)-কণা (তুফান)
চিত্রনাট্য -যৌথ মাসুম রেজা
(নয়া মানুষ)
কুসুম সিকদার (শরতের জবা)
সংলাপ- হিমেল আশরাফ (রাজকুমার)
কাহিনী -কাজী হায়াত গ্রীন কার্ড।

ওয়েব

সেরা ওয়েব - কাছের মানুষ দূরে থুইয়া 
সেরা অভিনেতা প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া) 
সেরা অভিনেত্রী যৌথ- তাসনিয়া ফারিন - (কাছের মানুষ দূরে থুইয়া)
সেরা পরিচালক শীহাব শাহীন (কাছের মানুষ দূরে থুইয়া)
সের চিত্রনাট্য -কাজল আরিফিন ওমি।

এদিকে, বিএফডিএ  অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ১৪ ক্যাটাগরির মধ্যে ৯  ক্যাটাগরিতে মনোনীত হয়েছে 'নয়া মানুষ ' সিনেমা। পুরস্কার পেয়েছেন ২ ক্যাটাগরিতে।  সেরা অভিনেতা হিসেবে শাকিব খান এর সাথে যৌথভাবে পুরস্কার পান নয়া মানুষ সিনেমার অভিনেতা রওনক হাসান, সেরা চিত্রনাট্যকার যৌথভাবে নয়া মানুষ এর নাট্যকার মাসুম রেজা।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে  এফডিসির এমডি  মাসুমা রহমান তানি, বরেণ্য পরিচালক এ জে মিন্টু, দেওয়ান নজরুল, কাজী হায়াৎ, আব্দুস সামাদ খোকন, মসিহউদ্দিন শাকের, আবু মুসা দেবু চিত্র নায়ক হেলাল খান, রোজিনা, ড্যানি সিডাক, প্রয়োজক নেতা খোরশেদ আলম খসরু, মো  ইকবাল জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়