শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের মতো ক্রিমিনাল কেন জওয়ানের চরিত্রে : পরিচালক অভিনব কাশ্যপ

বলিউডের সালমান খানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাবাং’-এর পরিচালক অভিনব কাশ্যপ। এবার প্রশ্ন তুলেছেন, একজন অপরাধের সঙ্গে জড়িত মানুষ কীভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করতে পারেন?

সম্প্রতি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনায় আসেন অভিনব কাশ্যপ। তবে সিনেমার সাফল্যের চেয়ে বেশি আলোচিত হয়েছে তার বক্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ওর (সালমান) এত সমালোচনা করেছি, তবু ও চুপ করে আছে। এতে ওর ভক্তদের কষ্ট হচ্ছে। সালমান নিজের জীবন এতটাই নষ্ট করেছে যে এখন ওকে বাঁচানোর উপায় নেই। একজন ক্রিমিনাল কীভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করবে?’

সালমান খান বর্তমানে ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এতে ভারতীয় সেনা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।

অভিনব আরও দাবি করেন, ‘দাবাং’-এর সময় সালমান নাকি তার কাছে সিনেমায় সুযোগ চেয়েছিলেন। পরিচালক বলেন, “আমি ওকে ‘দাবাং’-এ নিয়েছিলাম, কিন্তু পরে ও পিঠে ছুরি মেরেছে। এখন সেই বিষয়ই আমি উগরে দিচ্ছি। সালমানের মতো একজন মানুষকে জওয়ানের চরিত্রে নেওয়া আসলেই হাস্যকর।”

অভিনব কাশ্যপ বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো সাফল্য তিনি পাননি। ২০১০ সালে মুক্তি পাওয়া দাবাং তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা ব্যাপক বাণিজ্যিক সাফল্য পায়। তবে পরবর্তীতে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, যা এখনও বহাল। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়