শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনা, অবশেষে মুখ খুললেন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী 

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এর মাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। 

স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখে খুললেন তার তৃতীয় স্বামী।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পোস্টে তনির স্বামী সিদ্দিক লিখেছেন, ‘গতকাল (সোমবার) আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী! তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।

কথার সূত্র ধরে সিদ্দিক আরও লেখেন, ‘কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ 

এরপর তিনি যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য। দয়া করে বুঝুন।

প্রাপ্তবয়স্ক হিসেবে তারা আইনসিদ্ধভাবেই ভালোবাসার নতুন অধ্যায় শুরু করেছেন উল্লেখ করে তনির স্বামী লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসাথে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি। এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।

সবশেষে তিনি লিখেছেন, আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সকলকে ধন্যবাদ।

সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লিখেছেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে জড়িত করেন এটা কিন্তু খুব খারাপ। আমাকে নিয়ে পোস্ট দেন নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়