মনিরুল ইসলাম: তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা... গানের সাথে নাচলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সুপারষ্টার শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমার সবচেয়ে জনপ্রিয় আইটেম সংটির সাথে নাচেন হানিয়া আমির।
শনিবার ২০ সেপ্টেম্বট সানসিল্কের আয়োজনে ঢাকার এক বিলাসবহুল পাঁচতারকা হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন হানিয়া।
মঞ্চে তুফানের গানটি গেয়ে শোনান এই গানের কন্ঠ শিল্পী প্রিতম হাসান। তার গানের সাথে ড্যান্সে অংশ নেন হানিয়া আমির। এসময় তার পড়নে ছিলো শাড়ী। মিষ্টি হাসিতে উপস্থিত দর্শকদের মাতান তিনি। এসময় দর্শকরা হর্ষধ্বনিতে মাতিয়ে তুলেন অনুষ্ঠানস্থল। স্বাগত জানান তার পারফরম্যান্স।
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার। গত বৃহস্পতিবার সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। এসেই সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা।এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। যা সামাজিক মাধ্যমে আলোচিত বিষয়।
এদিকে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন,' আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?
তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের ভালোবাসায়।
আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। রেখে যাবেন নানা স্মৃতি।