শিরোনাম
◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল ◈ ট্রেনে ভয়ংকর ছিনতাইকারী: চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণহানি, যাত্রীরা আতঙ্কে ◈ বড় সুখবর সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল ◈ নির্বাচনে সীমিত পরিসরে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি ◈ এবার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের, বাংলাদেশের বিষয়ে যা জানা গেল! ◈ আকাশ বন্ধ করল আরবরা ইসরাইলের বেহুঁশদশা! (ভিডিও) ◈ এবার পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের  বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আইসিসির  ◈ ‌বিএন‌পি‌কে দুর্বল করার লক্ষ‌্য নি‌য়ে এক‌টি শ‌ক্তি‌কে দৃশ‌্যমান কর‌তে রাজপ‌থে সাত দল? ◈ সুপার ফোরে ভারত-পা‌কিস্তান ম‌্যা‌চে হ্যান্ডশেক কর‌বে না দুই দল, আইসিসির নি‌র্দেশ ◈ শেরপুরে পাহাড়ী ঢলের পানিতে ভেসে নিহত দুই ও কয়েক হাজার হেক্টর আমন, এবং সবজি ক্ষতিগ্রস্থ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়ানের মুক্তিতে আইনজীবীকে ব্যক্তিগত জেট প্রস্তাব দেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২১ সালের অক্টোবর মাস। তাঁর ছেলে আরিয়ান খানকে মুম্বাইয়ের সমুদ্রতটে ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় গ্রেপ্তার করে এনসিবি। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয় হইচই। ছেলেকে জামিনে মুক্ত করতে তখন শাহরুখ মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি জানা গেছে, সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মুকুল রোহতগিকে রাজি করাতে শাহরুখ শুধু ফোনেই থেমে থাকেননি, তিনি রোহতগির স্ত্রীকেও অনুরোধ করেছিলেন। এমনকি তাঁকে আনার জন্য ব্যক্তিগত জেট ব্যবহারের প্রস্তাবও দেন। খবর হিন্দুস্তান টাইমসের

স্ত্রীর কাছে শাহরুখের আবেদন

রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে মুকুল রোহতগি নিজেই স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, ‘আমি তখন যুক্তরাজ্যে ছুটিতে ছিলাম। হঠাৎ মিস্টার খানের ঘনিষ্ঠ একজন ফোন করে জানালেন, বোম্বে হাইকোর্টে আরিয়ানের মামলায় তিনি চান আমি লড়ি। আমি তখন ছুটি ছেড়ে আসতে চাইনি। পরে শাহরুখ নিজেই ফোন করলেন। একই কথা বললাম। তখন তিনি বললেন, “আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?”’
রোহতগি জানান, শাহরুখ তাঁর স্ত্রীকে বলেছিলেন, ‘এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।’ এই আবেগঘন অনুরোধে আইনজীবীর স্ত্রী তাঁকে রাজি করান।

একই হোটেলে থাকলেন

রোহতগির ভাষায়, শাহরুখ মামলার প্রস্তুতিতে দারুণ গুরুত্ব দিয়েছিলেন। তিনি জানান, ‘তিনি আমাকে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও করেছিলেন, যদিও আমি নিইনি। মুম্বাই এসে দেখি, শাহরুখ খান আমার নিয়মিত হোটেলেই উঠেছেন। নিজের হাতে অনেক নোট লিখে রেখেছিলেন। আইনজীবীদের পাশাপাশি তিনিও পয়েন্ট তৈরি করেছিলেন। সবকিছু নিয়ে আলোচনার পর আমরা হাইকোর্টে লড়ি এবং আরিয়ান জামিন পান।’ এরপর রোহতগি আবার ইংল্যান্ডে ফিরে যান।

আরিয়ান খানের মামলা

২০২১ সালের অক্টোবরে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজে পার্টিতে অভিযান চালায় এনসিবি। সেখানে আরিয়ানসহ কয়েকজনকে আটক করা হয়। প্রায় তিন সপ্তাহ জেল খাটার পর জামিনে মুক্তি পান আরিয়ান। পরে তিনি মামলায় সম্পূর্ণ খালাস পান। প্রথমে সুশান্ত সিং রাজপুত-সংক্রান্ত মামলায় রিয়া চক্রবর্তীর পক্ষের আইনজীবী সতীশ মানেশিন্দে আরিয়ানের হয়ে লড়ছিলেন। পরে অমিত দেশাই দায়িত্ব নেন। হাইকোর্টে মামলাটি গেলে মুকুল রোহতগি যুক্ত হন।

শোবিজে আরিয়ান

বর্তমানে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মাদক বিতর্ক পেছনে ফেলে তিনি নির্মাতা হিসেবে এগিয়ে যাচ্ছেন।  সূত্র: প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়