শিরোনাম
◈ ভিকারুননিসায় হিজাব বিতর্কে শিক্ষক সাময়িক বরখাস্ত, উত্তাল ভিকারুননিসা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি ◈ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ডাকসু ভিপি প্রার্থী জালাল, তোলা হয়েছে আদালতে ◈ সচিবালয় অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ চিকিৎসা ও কল্যাণভাতা বাড়লো সরকারি কর্মচারীদের জন্য ◈ ওয়াই-ফাই রেডিয়েশন কি সত্যিই ভয়াবহ রোগের কারণ? গবেষণায় নতুন তথ্য ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ তিন দফা দাবিতে আবারও শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের (ভিডিও) ◈ চীনের উত্থান, ভারতের পতন: বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে ভূরাজনৈতিক প্রভাব ◈ হাসনাতকে কটুবাক্য বলার কারণ জানালেন রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে এখন কেউ কাজ দেয় না’ বলেই কান্নায় ভেঙে পড়লেন বর্ষা

মডেল ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী এখন কাজ পান না, কেউ তাকে কাজ দেয় না। যারা বর্ষাকে কাজ দেবে তাদেরকে বয়কট করা হবে, এ কারণে তাকে কেউ কাজ দেয় না- এমনই অভিযোগ আলোচিত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। 

ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন বর্ষা। তিনি বলেন, আমি বারবার মাফ চেয়েছি, আপনারা আমাকে কেন মাফ করছেন না।

এবার একটু থামেন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব।
অপর এক পোস্টে বর্ষা লিখেছেন, একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলো একটু তাকিয়ে দেখুন তো আপনারা। কতোটা পরিবর্তন মাত্র ৯ মাসে।

এই মেয়েটা সবার কাছে বার বার ক্ষমা চাইছে। তবুও আপনারা সেইটা নিয়ে ও মজা নিচ্ছেন। এই মেয়েটাকেই তো আপনারা একসময় আইডল ভাবতেন। এখন সে কাজ পায়না।

আমাকে যে কাজ দিবে তাকে আপনারা বয়কট করবেন। তাই ভয়ে কেউ  কাজ দেয়না। 
 
তিনি বলেন, একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন।। কি পরিস্থিতিতে আমি আছি।

আর কতো ক"ষ্ট দিবেন আপনারা।। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আপনারা কেনো ক্ষমা করতে পারেননা। 

ফেসবুকে একই দিন দেওয়া আরেকটি পোস্টে লিখেছেন, আগের আমি আর এই আমির মাঝে অনেক পার্থক্য, এখন আমার ওজন মাত্র ৪০ কেজি।  শরীরের অবস্থা একটু ও ভালো না। কতক্ষণ টিকে থাকবো জানিনা। চারিদিকে এমন ভাবে ছোট করে ফেলেছে আমাকে সবাই।। কেউ কাজ ও দেয়না। সবাই বয়কট করেছে। এভাবে কতক্ষণ আমি ও মানুষ। আমারও বাচ্চা আছে সংসারে অসুস্থ বাবা মা আছে। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন পারলে।। আমার যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আর নিতে পারছিনা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়