বলিউড সুপারস্টার সালমান খান। পর্দার নায়ক হলেও বাস্তব জীবনে তার প্রেমকাহিনি যেন একেকটা সিনেমার চেয়ে কম নয়। তার জীবনে এসেছিল অসংখ্য প্রেম। সেই প্রেমের তালিকায় যেমন জায়গা করে নিয়েছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই, তেমনি ছিলেন ক্যাটরিনা কাইফও। সেই প্রেমের রেশ নিয়েই ২০০৮ সালে সালমানের সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দস কা দম’-এ উপস্থিত হন ঐশ্বরিয়া রাই। আর সেখানে এসেই প্রেমিক সালমানকে নিয়ে খুবই অভিমান প্রকাশ করেছিলেন এই সুন্দরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে ঐশ্বরিয়া অভিমানী সুরে সালমানকে বলেন, ‘দেখতে পাই তো আমি। যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাদের সঙ্গে।’
এ কথা শুনে বলিউড ভাইজান অভিভূত হয়ে তাকিয়ে ছিলেন তার প্রেমিকার দিকে। তারপর আদরের সুরে বলেছিলেন, ‘তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি।’ বলেই ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন সালমান।
শুধু ঐশ্বরিয়াই নন, পরবর্তী প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কিন্তু সেই একই অভিমান করেছিলেন সালমান সম্পর্কে। ক্যাটরিনা বলেছিলেন, ‘সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানীং খুবই ফ্লার্ট করছ দেখছি।’
তবে জানা যায়, যখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম ছিল তখন খুবই পজেটিভ ছিলেন সালমান। যার কারণে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে রাই সুন্দরীর ঘনিষ্ঠতা তৈরি হওয়ার বিষয়টিকে একেবারেই মানতে পারেননি তিনি। যার ফলস্বরূপ বিবেকের ক্যারিয়ারে ধস নামান সালমান খান—এমন গুঞ্জন শোনা যায় বলিউডে।
এদিকে পরবর্তী সময় ঐশ্বরিয়ার বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনার বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। বর্তমানে সালমানের দুই প্রেমিকা যখন খুব ব্যস্ত নিজ-নিজ সাংসারিক জীবন নিয়ে, সেখানে বলিউড ভাইজান এখনো রয়ে গেছেন অবিবাহিত। জীবনে প্রেমিকা আসা সত্ত্বেও, কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি তার।
এ বিষয়ে এক টক শোতে সালমান আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, ‘সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।’