শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদ খানের হাফ প্যান্ট-গেঞ্জি নিয়ে জেমসের প্রশ্ন

চিত্রনায়ক জায়েদ খান নিউ ইয়র্কে থাকেন। আগস্টের আগে একটি শো-এর জন্য উড়াল দিয়েছেন। কিন্তু আগস্ট পরবর্তী সময়ে নিরাপত্তা না থাকার কারণে দেশে আসছেন না এই অভিনেতা। নিউ ইয়র্কে থেকে গোটা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের শো করে বেড়াচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

সম্প্রতি দেশটির মিশিগানে একটি শো ছিল, সেই শো শুরু শেষে জেমসের সঙ্গে নানাভাবেই ছিলেন জায়েদ খান।

সেই অভিজ্ঞতা শেয়ার করেই জায়েদ খান লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাইনা। আপনার আদর, স্নেহ,শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

জায়েদ খানকে যে জেমস ভীষণ পছন্দ করেছেন সে কথা আয়োজক শুভ কামালের কথাওতে স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস। এমনটাই জানিয়ে শুভ কামাল বলছেন, ‘জায়েদ খান ভাই থাকলে যেকোন আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন।

তার হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনও শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপন ভাবে কথা বলেন।’

স্বাভাবিকভাবেই বলা যায় মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এই আয়োজনে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী চিত্রনায়িকা দীঘি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়