শিরোনাম
◈ মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ ◈ রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ (ভিডিও) ◈ নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য: স্বরাষ্ট্র উপেদষ্টা ◈ লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক ◈ মাত্র ১০ সেকেন্ডে ১ হাজার ৯শ' রিয়েল হয়ে গেলো ২২০ টাকা, বোকা বানিয়ে লুট করাই যাদের কাজ (ভিডিও) ◈ ব্রিটেনে গরুর জন্য সংগীত বাজানোর ট্রেন্ড, বাড়ছে দুধ উৎপাদন ও খামারের আনন্দ ◈ আট উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কী হবে? ◈ পার‌লো না পা‌কিস্তান, ৬ বছর পর ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ◈ ফ্রান্সে অভিবাসী আটক আইন বাতিল, স্বস্তিতে বাংলাদেশিরা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমনও সময় গেছে, যখন ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কেঁদেছি: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। তবে এই পথচলা সহজ ছিল না—চ্যালেঞ্জ আর স্ট্রাগলই ছিল তার সঙ্গী।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অভিনয় জীবন ও নতুন কাজ নিয়ে কথা বলেন তিনি। এবারই প্রথম, নিজের পছন্দের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তানিয়া বৃষ্টি। আওরঙ্গজেবের রচনায় এবং তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত নাটক ‘জয়িতার দিনরাত্রি’-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্রটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

তানিয়া বলেন, ‘জয়িতা যে চড়াই-উতরাই পার করে, হয়তো তেমনটা আমার জীবনে আসেনি। তবে আমি যে অবস্থানে আজ দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছাতে অনেক কঠিন সময় পেরোতে হয়েছে। অনেক স্ট্রাগল করেছি।’

তিনি আরও জানান, ‘অনেক সময় দেখা গেছে, আমার শিডিউল নেওয়া হয়েছে, আমি অন্য কাজ ছেড়ে অপেক্ষায় থেকেছি, কিন্তু শেষ মুহূর্তে বলা হয়েছে কাজটি হচ্ছে না—হয়তো নায়ক চায়নি, কিংবা অন্য কোনো কারণ। এমন বহু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো হার মানিনি।’

ব্যক্তিগত কষ্টের কথাও শেয়ার করে তানিয়া বলেন, ‘কিছু ব্যাপার পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। এমনও সময় গেছে, যখন ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কেঁদেছি—যাতে কেউ না শুনে। সেই সময়গুলো পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছি। জয়িতার চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই স্ট্রাগলের প্রতিচ্ছবি যেন আবার অনুভব করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়