শিরোনাম
◈ পাথর লুটপাটে দুই মাসে মরুভূমিতে রূপ নিলো দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সিলেটের সাদাপাথর! (ভিডিও) ◈ নির্বাচন কমিশনের সামনে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: রাহুল-প্রিয়াঙ্কাদের আটকের কারণ জানাল পুলিশ ◈ মেসি নেই, অরল্যান্ডোর কা‌ছে ৪-১ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি ◈ যুক্তরাজ্যে নির্বাসন নীতি কঠোর হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা ◈ মৌচাকে হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে প্রাইভেটকারে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া গেল ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ ◈ রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : উজানের ঢল আর টানা বৃষ্টিরতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চালে পানি ঢুকতে শুরু করেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চালের প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।  এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলী জমিও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদানও। ফলে ওইসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। সোমবার সকালে ৯ টায় পদ্মা ২১ দশমিক ৬২ সেন্টি মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচে রয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দুটি ও শিবগঞ্জ উপজেলার তিন মোট ৫টি ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি রয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫০০ ও আলাতুলি ইউনিয়নের ৬০০ পরিবার পানিবন্দি। এছাড়া শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ২ হাজার পরিবার, উজিরপুর ইউনিয়নের ৪৫০ ও দুর্লভপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন।

পদ্মা নদীর পানি উপচে ফসলি জমি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার ৪৩ হেক্টর ও শিবগঞ্জ উপজেলার ৩৬০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা দুটির কৃষি কর্মকর্তারা।পাঁকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, আমাদের এলাকার ধানসহ সজীব পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া এখানকার অনেক বাড়ির চারদিকেই পানি আর পানি। শুধু বাড়ির জায়গাটুকু ডাঙ্গা হয়ে আছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার ৫০০ পরিবার পানিবন্দি হয়েছে। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যেভাবে পানি বাড়ছে এমন ধারা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের সব বাড়িঘর ডুবে যাবে।

শিবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আজম আলী বলেন, এই ইউনিয়নের দোভাগী, ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর, বাদশাপাড়া এলাকার নিম্নাঞ্চলের জমিগুলো ডুবে গেছে। ফলে দুলর্ভপুরের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

আবাদি জমি ডুবে যাওয়ার বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বন্যার পানিতে ধান-ভুট্টা-শাকসবজির ৩৬০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি কর্মকর্তা আনিসুল হক জানান তার উপজেলায় বন্যার পানিতে ৪৩ হেক্টর জমির ক্ষতি হয়।

পাঠাদানের পরিস্থিতির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘নিচু এলাকাগুলোর ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষগুলোয় পানি ঢুকেছে। যার কারণে ওইসব বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। আশপাশের উচুঁ জায়গাগুলোয় পানদান কার্যক্রম পরিচালনার জন্য আমরা চেষ্টা করছি।’

পানিবন্দির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি রয়েছে বলে খবর পাওয়া গেছে। শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব মানুষের তালিকা প্রস্তুতের জন্য উপজেলাগুলোয় নির্দেশনা দেয়া হয়েছে। তালিকা পেলে যাচাই-বাছাই করে তাদের ত্রাণের আওতায় আনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়