শিরোনাম
◈ ড্রিমলাইনারে ডানার ফ্ল্যাপ বিকল, রোমে গ্রাউন্ডেড বিমানের ফ্লাইটে ২৬২ যাত্রী আটকা ◈ ওসির যৌন হয়রানির শিকার নারী পুলিশ : স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ◈ ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কী, কীভাবে কিনবেন? বিনিয়োগে যে পরিমাণ মুনাফা ◈ লিভারপুলকে হারিয়ে  শিরোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ‘তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না’: চট্টগ্রামে এনসিপির নেতার কথোপকথন ফাঁস (ভিডিও) ◈ ‌ক্রিকেটার‌দের জন‌্য সতর্কবার্তা , ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না  ◈ জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু ◈ বিশ্বের সেরা ৫ ব্যাটার বাছলেন রি‌কি পন্টিং, দুই ভারতীয় থাকলেও নেই রোহিত শর্মা ও ‌বিরাট কোহলি! ◈ ৫০ লাখ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ ◈ ট্রাম্প প্রশাসনের বিচারিক ক্ষমতার কাছে ‘আদালত অসহায়’

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কুলি’-তে রজনীকান্তের ১৫০ কোটি, ১৫ মিনিটের জন্য আমির খান নিয়েছেন কত?

লোকেশ কানাগরাজের বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কুলি’ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ভারতীয় সিনেমায় রেকর্ড বাজেট ও পারিশ্রমিকের জন্যও ছবিটি এখন আলোচনায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ‘কুলি’র নির্মাণ ব্যয় প্রায় ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য আরও ২৫ কোটি বরাদ্দ হওয়ায় মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এই সিনেমায় অভিনয়ের জন্য রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি রুপি। তবে টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, তার পারিশ্রমিক ২৮০ কোটি রুপি। পরিচালক লোকেশ কানাগরাজ নিয়েছেন ৫০ কোটি রুপি।

সবচেয়ে চমকপ্রদ খবর হলো—মাত্র ১৫ মিনিটের ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য আমির খান পেয়েছেন ২৫-৩০ কোটি রুপি। এছাড়া, নাগার্জুনা নিয়েছেন প্রায় ২৪ কোটি এবং একটি গানে বিশেষ উপস্থিতির জন্য পূজা হেগড়ে নিয়েছেন প্রায় ২ কোটি রুপি। শ্রুতি হাসান, সত্যরাজ, উপেন্দ্রও মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন, তবে নির্দিষ্ট অঙ্ক প্রকাশ হয়নি।

‘কুলি’ প্রযোজনা করেছে হাভি সিনেমাস ও আর্স প্রডাকশনস। গল্প ও সংলাপ লিখেছেন পরিচালক লোকেশ কানাগরাজ। রজনীকান্তের সিনেমায় ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই অ্যাকশন থ্রিলারে তিনি একজন সাধারণ কুলি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়