শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোরপূর্বক যৌনপেশা থেকে মুক্তি, এবার পর্ন ইন্ডাস্ট্রিতে অর্চিতা ফুকান

আসামের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে যাচ্ছেন। ‘বেবিডল আর্চি’ নামে সর্বাধিক পরিচিত এ ইনফ্লুয়েন্সার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি মার্কিন পর্নতারকা কেন্ড্রা লাস্ট-এর সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছেন এবং নিজেও পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন।

অর্চিতা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এক নাম। ইনস্টাগ্রামে তার রয়েছে ৬ লাখের বেশি অনুসারী। তবে অতীতে বেশ কষ্টের অধ্যায়ও রয়েছে তার জীবনে। দীর্ঘদিন জোরপূর্বক যৌনকর্ম করানো হতো অর্চিতাকে। সেই গভীর অন্ধকার থেকে উঠে আসার সংগ্রামের পরে এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

২০২৩ সালের জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে অর্চিতা নিজের জীবনের ভয়াবহ অতীত তুলে ধরেন। তিনি জানান, মাত্র ছয় বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন এবং কৈশোরে প্রবেশ করার আগেই এক অন্ধকার জগতে ঠেলে দেওয়া হয়। এরপর টানা ছয় বছর ধরে তাকে জোরপূর্বক যৌনকর্মে যুক্ত রাখা হয়। এই সময়টা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ও অসহায় সময় ছিল বলে উল্লেখ করেন তিনি।

অর্চিতা আরও জানান, এই অমানবিক পেশা থেকে নিজেকে মুক্ত করতে ২৫ লাখ টাকা খরচ করে ‘নিজের স্বাধীনতা কিনে’ নিতে হয়েছে। তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন, কিভাবে তিনি এই ফাঁদে পড়েছিলেন কিংবা তাঁকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করাদের পরিচয়—এ বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করেননি। তার এই অতীত নিয়ে অনেকে নানা মত প্রকাশ করলেও, অর্চিতা নিজেকে নিজেকে বেঁচে যাওয়া একজন সাহসী নারী বলেই বর্ণনা করেছেন।

বর্তমানে নিজের শরীর ও পরিচয় নিয়ে লজ্জিত নন অর্চিতা, বরং সেগুলোকে শক্তি হিসেবে তুলে ধরছেন বলেই দাবি করেছেন তিনি। এবার আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করতে চান তিনি।

অনেকে একে বিতর্কিত মনে করলেও, কেউ কেউ তাকে এক ‘সারভাইভার আইকন’ হিসেবে দেখছেন—যিনি সমাজের নিপীড়ন, নির্যাতন আর অপমান পেরিয়ে নিজের জন্য নতুন এক পরিচয় গড়ে তুলতে চাইছেন। তার এ ঘোষণা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে অনুরাগীদের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়